Prev | Up | Next

রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)

১৬৯

প্রসাদী সুর - একতালা।

মন তুমি কি রঙ্গে আছ।
ও মন রঙ্গে আছ রঙ্গে আছ॥
তোমার ক্ষণে ক্ষণে ফেরা-ঘোরা,
দুঃখে রোদন, সুখে নাচ॥
রঙের বেলা রাঙে কড়ি,        সোনার দরে তা কিনেছ।
ও মন দুঃখের বেলা রতন মাণিক,
মাটীর দরে তাই বেচেছ॥
সুখের ঘরে রূপের বাসা,        সেই রূপে মন মজায়েছ।
যখন সে রূপে বিরূপ হইবে,
সে রূপের কিরূপ ভেবেছ॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী - একতালা

মন তুমি কি রঙ্গে আছ।
ও মন রঙ্গে আছ রঙ্গে আছ॥
তোমার ক্ষণে ক্ষণে ফেরাঘোরা, দুঃখে রোদন, সুখে নাচ।
রঙের বেলা রাঙে কড়ি সোনার দরে তা কিনেছ।
ও মন দুঃখের বেলা রতন মাণিক মাটির দরে তাই বেচেছ॥
সুখের ঘরে রূপের বাসা, সেইরূপে মন মজায়েছ।
যখন সেরূপে বিরূপ হইবে, সে রূপের কিরূপ ভেবেছ॥

Prev | Up | Next


Go to top