Prev | Up | Next

রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)

১৭২

প্রসাদী সুর - একতালা

মন তোরে তাই বলি বলি।
এবার ভাল খেল খেলায়ে গেলি॥
প্রাণ বলে প্রাণের ভাই, মন যে তুই আমার ছিলি।
ওরে ভাই হয়ে ভুলায়ে ভাইয়ে, শমনেরে সঁপে দিলি॥
গুরুদত্ত মহাসুধা, ক্ষুধায় খেতে নাহি দিলি।
ওরে খাওয়ালি কেবলমাত্র কতকগুলো গালাগালি॥
যেম্নি গেলি তেম্নি গেলাম,        ক'রে দিলি মিজাজ আলি।
এবার মায়ের কাছে বুঝা আছে,
আমি নই বাগানের মালী॥
প্রসাদ বলে মন ভেবেছ, দেবে আমায় জলাঞ্জলি।
ওরে জান না কি গেঁথে রেখেছি হৃদে দক্ষিণাকালী॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী - একতালা

মন তোরে তাই বলি বলি।
এবার ভাল খেল খেলায় খেলি॥
প্রাণ বলে প্রাণের ভাই, মন যে তুই আমার ছিলি।
ওরে ভাই হয়ে ভুলায়ে ভায়ে, শমনেরে সঁপে দিলি॥
গুরুদত্ত মহাসুধা, ক্ষুধায় খেতে নাহি দিলি।
ওরে খাওয়ালি কেবলমাত্র, কতকগুলো গালাগালি॥
যেম্নি গেলি তেম্নি গেলাম, ক'রে দিলি মেজাজ আলি।
এবার মায়ের কাছে বুঝা আছে, আমি নই বাগানের মালী।
প্রসাদ বলে মন ভেবেছ, দেবে আমায় জলাঞ্জলি।
ওরে জান না কি হৃদে গেঁথে, রেখেছি দক্ষিণা কালী॥

Prev | Up | Next


Go to top