রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)
১৭১
প্রসাদী সুর - একতালা।
মন তোমার এই ভ্রম গেল না।
কালী কেমন তাই চেয়ে দেখলে না॥
ওরে, ত্রিভুবন যে মায়ের মূর্তি
জেনেও কি তাই জান না॥
জগৎকে সাজাচ্ছেন যে মা, দিয়ে কত রত্ন সোণা।
ওরে, কোন্ লাজে সাজাতে চাস্ তাঁয়,
দিয়ে ছার ডাকের গহনা॥
জগৎকে খাওয়াচ্ছেন যে মা, সুমধুর খাদ্য নানা।
ওরে কোন্ লাজে খাওয়াইতে চাস্ তাঁয়,
আলো চাল আর বুট ভিজানা॥
জগৎকে পালিছেন যে মা সাদরে তাই কি জান না।
ওরে কেমনে দিতে চাস্ বলি,
মেষ মহিষ আর ছাগলছানা॥
পাঠান্তর / পাঠভেদ:
প্রসাদী - একতালা
মন কেন তোর ভ্রম গেল না।
কালী কেমন তাই চেয়ে দেখলি না॥
ওরে ত্রিভুবন যে মায়ের মূর্তি, জেনেও কি মন! তাই জান না।
কোন্ লাজে তাঁর মাটির মূর্তি গড়িয়ে করিস্ উপাসনা॥
জগৎকে সাজাচ্ছেন যে মা, দিয়ে কত রত্ন সোনা।
ওরে কোন্ লাজে সাজাতে চাস্ তাঁয়, দিয়ে ছার ডাকের গহনা॥
জগৎকে খাওয়াচ্ছেন যে মা, সুমধুর খাদ্য নানা।
ওরে কোন্ লাজে খাওয়াতে চাস্ তাঁয়,
আলোচাল আর বুট-ভিজানা॥
জগৎকে পালিছেন যে মা, সাদরে তাও কি জান না।
কেমনে দিতে চাস্ তুই বলি, মেষ মহিষ আর ছাগলছানা॥
পাঠান্তর / পাঠভেদ:
মন, তোমার এই ভ্রম গেল না।
কালী কেমন, তাই চেয়ে দেখলে না॥
ওরে, ত্রিভুবন যে মায়ের মূর্তি, জেনেও কি তাই জান না?
মাটির মূর্তি গড়িয়ে মন করতে চাও তাঁর উপাসনা॥
জগৎকে সাজাচ্ছেন যে মা দিয়ে কত রত্ন সোনা।
ওরে, কোন্ লাজে সাজাতে চাস্ তাঁয় দিয়ে ছার ডাকের গহনা?
জগৎকে খাওয়াচ্ছেন যে মা সুমধুর খাদ্য নানা।
ওরে কোন্ লাজে খাওয়াতে চাস্ তাঁয়
আলোচাল আর বুট-ভিজানা?
জগৎকে পালিছেন যে মা সাদরে তাই জান না।
ওরে কেমনে দিতে চাস্ বলি মেষ মহিষ আর ছাগল-ছানা?
প্রসাদ বলে, ভক্তি-মন্ত্র কেবল রে তাঁর উপাসনা।
তুমি লোক-দেখানো করবে পূজা,
মা তো আমার ঘুস খাবে না॥