রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)
১৭৫
প্রসাদী সুর - একতালা।
মন যদি মোর ঔষধ খাবা।
আছে শ্রীনাথ-দত্ত, পটল-সত্ত্ব, মধ্যে মধ্যে ঐটী চাবা॥
সৌভাগ্য কর রে দূরে মৃত্যুঞ্জয়ের কর সেবা।
রামপ্রসাদ বলে তবেই সে মন,
ভব-রোগে মুক্ত হবা॥
পাঠান্তর / পাঠভেদ:
রাগিণী জঙলা। তাল একতালা।
মন যদি মোর ঔষধ খাবা।
আছে শ্রীনাথদত্ত পটলসত্ত্ব, মধ্যে মধ্যে ঐটী চাবা
সৌভাগ্য করবে দূরে, মৃত্যুঞ্জয় কর সেবা।
প্রসাদ বলে তবেই সেমন ভবরোগে মুক্ত হবা॥