রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)
১৭৬
প্রসাদী সুর - একতালা।
মন রে আমার এই মিনতি।
তুমি পড়া পাখী হও, করি স্তুতি॥
যা পড়াই তাই পড় মন, পড়লে শুনলে দুধি ভাতি।
ওরে, জান না কি ডাকের কথা,
না পড়িলে ঠেঙার গুতি॥
কালী কালী কালী পড় মন, কালীপদে রাখ প্রীতি।
ওরে পড় বাবা আত্মারাম, আত্মজনের কর গতি॥
উড়ে উড়ে বেড়ে বেড়ে, বেড়িয়ে কেন বেড়াও ক্ষিতি।
ওরে, গাছের ফলে কদিন চলে,
কর্বে চার ফলের স্থিতি॥
প্রসাদ বলে ফলা গাছে, ফল পাবি মন শুন যুকতি।
ওরে, ব'সে মূলে, কালী ব'লে,
গাছ নাড়া দেও নিতি নিতি॥
পাঠান্তর / পাঠভেদ:
মন রে আমার এই মিনতি।
তুমি পড়া পাখি হও, করি স্তুতি॥
অবু তবু গিরি সুতা, পড়লে শুনলে দুদি ভাতি।
ওরে, জাননাকি ডাকের কথা, না পড়িলে ঠেঙার গুতি
কালী কালী কালী পড় মন, কালীপদে রাখ প্রীতি
ওরে পড় বাবা আত্মারাম, আত্মজনার কর গতি॥
উড়ে উড়ে, বেড়ে বেড়ে বেড়িয়ে কেন বেড়াও ক্ষিতি
ওরে গাছের ফলে, কদিন চলে, কররে চার ফলে স্থিতি
রামপ্রসাদ বলে, ফলা গাছে, ফল পাবি মন শোন যুকতি
ওরে, বোসে মূলে, কালী বোলে, গাছনাড়া দেও নিতি নিতি