রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)
১৭৮
প্রসাদী সুর - একতালা।
মন রে কৃষি-কাজ জান না।
এমন মানব-জমিন রলো পতিত,
আবাদ কর্লে ফলতো সোণা॥
কালীর নামে দেও রে বেড়া, ফসলে তছরুপ হবে না।
সে যে মুক্তকেশীর (মন রে আমার) শক্ত বেড়া,
তার কাছেতে যম ঘেঁসে না॥
অদ্য অব্দ-শতান্তে বা বাজাপ্ত হবে জান না।
এখন আপন ভেবে, (মন রে আমার) যতন ক'রে,
চুটিয়ে ফসল কেটে নে না॥
গুরু রোপণ করেছেন বীজ, ভক্তি-বারি তায় সেঁচ না।
ওরে একা যদি (মন রে আমার) না পারিস্ মন,
রামপ্রসাদকে ডেকে নে না॥
পাঠান্তর / পাঠভেদ:
প্রসাদী - একতালা
মনরে, কৃষি-কাজ জান না।
এমন মানবজমি রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা।
কালীনামে দেওরে বেড়া, ফসলে তছরূপ হবে না।
সে যে মুক্তকেশীর শক্ত বেড়া, তার কাছেতে যম ঘেঁসে না॥
অদ্য অব্দশতান্তে বা, বাজাপ্ত হবে জান না।
আছে একতারে মন এইবেলা, তুই চুটিয়ে ফসল কেটে নে না॥
গুরুদত্ত বীজ রোপণ করে, ভক্তিবারি তায় সেঁচ না।
ওরে একা যদি না পারিস মন, রামপ্রসাদকে সঙ্গে নে না॥
পাঠান্তর / পাঠভেদ:
রাগিণী জঙলা তাল একতালা।
মনরে কৃষিকাজ জাননা।
এমন মানবজমি রইলো পড়ি,
আবাদ করলে ফলতো সোণা॥
কালী নামে দেওরে বেড়া ফসলে তছরূপ হবেনা।
সে যে মুক্তকেশীর শক্ত বেড়া
তার কাছে তো যম যাবেনা॥
গুরুদত্ত বীজ রোপণ করে ভক্তিবারি শিঁচে দেনা,
আপনা হতে না হয় যদি রামপ্রসাদকে সঙ্গে নেনা॥
পাঠান্তর / পাঠভেদ:
মন রে কৃষি-কাজ জান না।
এমন মানব-জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা॥
কালীর নামে দেও রে বেড়া, ফসলে তছরুপ হবে না।
সে যে মুক্তকেশীর (মন রে আমার) শক্ত বেড়া,
তার কাছেতে যম ঘেঁসে না॥
অদ্য অব্দ-শতান্তে বা, বাজাপ্ত হবে জান না।
এখন আপন ভেবে, (মন রে আমার) যতন করে,1
চুটিয়ে ফসল কেটে নে না॥
গুরু রোপণ করেছেন বীজ,2 ভক্তি-বারি তায় সেঁচ না।
ওরে একা যদি না পারিস্ মন, রামপ্রসাদকে ডেকে নে না॥
1. আছে এক্তারে মন, এই বেলা তুই।↩
2. গুরু-দত্ত বীজ রোপণ ক'রে।↩