রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)
১৭৯
প্রসাদী সুর - একতালা।
মন রে তোর চরণ ধরি।
কালী ব'লে ডাক রে, ওরে ও মন,
তিনি ভবপারের তরী॥
কালী নামটা বড় মিঠা, বল রে দিবা-শর্বরী।
ওরে, যদি কালী করেন কৃপা, তবে কি শমনে ডরি॥
দ্বিজ রামপ্রসাদ বলে, কালী ব'লে যাব তরি।
তিনি তনয় ব'লে দয়া ক'রে তরাবেন এ ভব-বারি॥
পাঠান্তর / পাঠভেদ:
প্রসাদী - একতালা
মনরে, তোর চরণ ধরি।
কালী ব'লে ডাকরে ওরে ও মন, তিনি ভবপারের তরি॥
কালীনামটা বড় মিঠা, বলরে দিবা-শর্বরী।
ওরে, যদি কালী করেন কৃপা, তবে কি শমনে ডরি॥
দ্বিজ রামপ্রসাদ বলে কালী ব'লে যাব তরি'।
তিনি তনয় ব'লে দয়া ক'রে তরাবেন এ ভব-বারি॥