রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)
১৮০
প্রসাদী সুর - একতালা।
মন রে তোর বুদ্ধি এ কি?
ও তুই সাপধরা জ্ঞান না শিখিয়ে,
তালাস ক'রে বেড়াস ফাঁকি॥
ব্যাধের ছেলে পক্ষী মারে, জেলের ছেলে মৎস্য ধরে,
মন রে, ওঝার ছেলে গরু হইলে
গোসাপে তায় কাটে না কি॥
জাতি-ধর্ম সর্প-খেলা, সেই মন্ত্রে করো না হেলা,
মন রে, যখন বলবে তাত সাপ ধরিতে,
তখন হবি অধোমুখী॥