রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)
১৮২
প্রসাদী সুর - একতালা।
মন রে শ্যামা মাকে ডাক।
ভক্তি মুক্তি করতলে দেখ॥
পরিহরি ধন-মদ, ভজ পদ-কোকনদ,
কালেরে নৈরাশ কর, কথা শুন কথা রাখ॥
কালী কৃপাময়ী নাম, পূর্ণ হবে মনস্কাম,
অষ্টযামের অর্ধযাম, আনন্দেতে সুখে থাক॥
রামপ্রসাদ দাস কয়, রিপু ছয় কর জয়,
মার ডঙ্কা ত্যজ শঙ্কা, দূর ছাই ক'রে ক'রে হাঁক॥
পাঠান্তর / পাঠভেদ:
প্রসাদী - একতালা
মনরে শ্যামা মাকে ডাক।
ভক্তি মুক্তি করতলে দেখ॥
পরিহরি ধনমদ, ভজ পদ-কোকনদ,
কালেরে নৈরাশ কর, কথা শুন কথা রাখ॥
কালী কৃপাময়ী নাম, পূর্ণ হবে মনস্কাম,
অষ্টযামের অর্ধযাম, আনন্দেতে সুখে থাক॥
রামপ্রসাদ দাস কয়, রিপু ছয় কর জয়,
মার ডঙ্কা ত্যজ শঙ্কা, দূর ছাই ক'রে হাঁক॥
পাঠান্তর / পাঠভেদ:
শ্যামা মারে ডাক।
ভক্তি মুক্তি করতলে ভেবে দেখ।
পরিহরি ধন মদ, ভজ কোকনদ-পদ,
কালের নৈরাশ কর কথা রাখ॥
কালী কৃপাময়ী নাম, পূর্ণ হবে মনস্কাম,
অষ্টযামের অর্ধযাম, সুখে থাক।
রামপ্রসাদ দাস কয়, রিপু ছয় করি জয়,
মার ডঙ্কা ত্যজ শঙ্কা দূরে হাঁক॥