রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)
১৯২
প্রসাদী সুর - একতালা।
মা গো আমার কপাল দোষী।
দোষী বটে গো আনন্দময়ী -
আমি ঐহিক সুখে মত্ত হয়ে, যেতে নারিলাম বারাণসী॥
অন্নত্রাসে প্রাণে মরি, নানাবিধ কৃষি করি।
আমার কৃষি সকল নিল জলে, কেবলমাত্র লাঙল চষি॥
না করিলাম ধর্ম কর্ম পাপ করেছি রাশি রাশি।
আমি যাবার পথে কাঁটা দিয়ে, পথ ভুলে রয়েছি বসি॥
জনমি ভারতভূমে, মা! কি কর্ম করিলাম আসি।
আমার এ কূল ও কূল দুকূল গেল,
অকূলপাথারে ভাসি॥
শ্রীরামপ্রসাদ বলে, ভাবতে নারি দিবানিশি।
ও মা, যখন শমন জোর করিবে দুর্গা নামে দিব ফাঁসি॥
পরের হরণ পরগমন, মনে তখন হাসিখুসী।
সাজাই যখন, করে রোদন,
প্রসাদ নয়নজলে ভাসি॥
পাঠান্তর / পাঠভেদ:
প্রসাদী - একতালা
মাগো আমার কপাল দোষী।
দোষী বটে গো আনন্দময়ী॥
আমি ঐহিক সুখে মত্ত হয়ে, যেতে নারলাম বারাণসী।
নৈলে অন্নপূর্ণা মা থাকিতে, মোর ভাগ্যেতে একাদশী॥
অন্নত্রাসে প্রাণে মরি নানাবিধ করি কৃষি।
আমার কৃষিসকল নিল জলে, কেবলমাত্র লাঙল চষি॥
না করিলাম ধর্মকর্ম, পাপ করেছি রাশি রাশি।
আমি যাবার পথে কাঁটা দিয়ে, পথ ভুলে রয়েছি বসি॥
জনমি ভারতভূমে মা, কি কর্ম করিলাম আসি।
আমার একূল ওকূল দুকূল গেল, অকূলপাথারে ভাসি॥
শ্রীরামপ্রসাদ বলে, ভাবতে নারি দিবানিশি।
ওমা যখন শমন জোর করিবে, দুর্গানামে দিব ফাঁসি॥