Prev | Up | Next

রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)

১৯৩

প্রসাদী সুর - একতালা।

মা গো তারা ও শঙ্করী।
কোন্ অবিচারে আমার পরে,
কর্লে দুঃখের ডিক্রী জারি॥
এক আসামী ছয়টা প্যায়দা,
বল মা কিসে সামাই করি।
আমার ইচ্ছা করে ঐ ছয়টারে,
বিষ খাওয়াইয়ে প্রাণে মারি॥
প্যায়দার রাজা কৃষ্ণচন্দ্র, তার নামেতে নীলাম জারি।
ঐ যে পান বেচে খায় কৃষ্ণ পান্তি,
তারে দিলে জমিদারী॥
হুজুরে দরখাস্ত দিতে, কোথা পাব টাকা-কড়ি।
আমায় ফিকিরে ফকির বানায়ে,
ব'সে আছ রাজকুমারী॥
হুজুরে উকীল যে জনা, ডিসমিসে তার আশয় ভারি।
ক'রে আসল সন্দি, সওয়াল বন্দী
যেরূপে মা আমি হারি॥
পলাইতে স্থান নাই মা, বল কিবা উপায় করি।
ছিল, স্থানের মধ্যে অভয় চরণ
তাও নিয়েছেন ত্রিপুরারি॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী - একতালা

মা গো তারা ও শঙ্করী।
কোন্ অবিচারে আমার উপর, কল্লে দুঃখের ডিক্রীজারি॥
এক আসামী ছয়টা প্যাদা, বল মা কিসে সামাই করি।
আমার ইচ্ছা করে, ঐ ছ'টারে গরল খাইয়ে প্রাণে মারি
প্যাদার রাজা কৃষ্ণচন্দ্র, তার নামেতে নিলামজারি।
ঐ যে পান বেচে খায় কৃষ্ণপান্তি, তারে দিলি জমিদারী॥
হুজুরে দরখাস্ত দিতে, কোথা পাব টাকা কড়ি।
আমায় ফিকিরে ফকির বানায়ে, বসে আছ রাজকুমারী॥
হুজুরে উকীল যে জনা, ডিস্মিস্ তার আশয় ভারি।
করে আসল সন্ধি, সওয়ালবন্দী, যেরূপেতে আমি হারি॥
পলাইতে স্থান নাই মা, বল কিবা উপায় করি।
ছিল স্থানের মধ্যে অভয় চরণ, তাও নিয়াছেন ত্রিপুরারি॥

পাঠান্তর / পাঠভেদ:

মা গো তারা ও শঙ্করি,
কোন্ অবিচারে আমার 'পরে, করলে দুঃখের ডিক্রী জারি?
এক আসামী ছয়টা প্যাদা, বল্ মা কিসে সামাই করি।
আমার ইচ্ছা করে, ঐ ছয়টারে, বিষ খাওয়াইয়ে প্রাণে মারি॥
প্যাদার রাজা কৃষ্ণচন্দ্র, তার নামেতে নিলাম জারি।
ঐ যে পান বেচে খায় কৃষ্ণ পান্তি, তারে দিলে জমিদারী॥
হুজুরে দরখাস্ত দিতে, কোথা পাব টাকা কড়ি।
আমায় ফিকিরে ফকির বানায়ে, বসে আছ রাজকুমারী॥
হুজুরে উকিল যে জনা, ডিসমিসে তাঁর আশয় ভারি।
ক'রে আসল সন্ধি, সওয়াল বন্দি, যেরূপে মা আমি হারি॥
পালাইতে স্থান নাই মা, বল কিবা উপায় করি।
ছিল স্থানের মধ্যে অভয় চরণ - তাও নিয়েছেন ত্রিপুরারি॥

পাঠান্তর / পাঠভেদ:

মা গো তারা ও শঙ্করি,
কোন্ অবিচারে আমার 'পরে, করলে দুঃখের ডিক্রী জারি?
এক আসামী ছয়টা প্যাদা বল্ মা কিসে সামাই করি।
আমার ইচ্ছা করে, ঐ ছয়টারে, বিষ খাওয়াইয়ে প্রাণে মারি॥
প্যাদার রাজা কৃষ্ণচন্দ্র, তার নামেতে নিলাম জারি।
ঐ যে পান বেচে খায় কৃষ্ণ পান্তি, তারে দিলে জমিদারী॥
হুজুরে দরখাস্ত দিতে, কোথা পাব টাকা কড়ি।
আমায় ফিকিরে ফকির বানায়ে, বসে আছ রাজকুমারী॥
হুজুরে উকিল যে জনা, ডিসমিসে তাঁর আশয় ভারি
ক'রে আসল সন্ধি, সওয়াল বন্দি, যেরূপে মা আমি হারি॥
পালাইতে স্থান নাই মা, বল কিবা উপায় করি।
ছিল স্থানের মধ্যে অভয় চরণ - তাও নিয়েছেন ত্রিপুরারি॥

Prev | Up | Next


Go to top