রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)
১৯৭
প্রসাদী সুর - একতালা।
মা বিরাজে ঘরে ঘরে।
এ কথা ভাঙিব কি হাঁড়ি চাতরে॥
ভৈরবী ভৈরব সঙ্গে শিশু সঙ্গে কুমারীরে।
যেমন অনুজ লক্ষ্মণ সঙ্গে, জানকী তার সমিভ্যারে॥
জননী তনয়া জায়া, সহোদরা কি অপরে।
রামপ্রসাদ বলে বলব কি আর,
বুঝে লও গে ঠারে-ঠোরে॥
পাঠান্তর / পাঠভেদ:
প্রসাদী - একতালা
মা বিরাজে ঘরে ঘরে।
এ কথা ভাঙবো কি হাঁড়ি চাতরে॥
ভৈরবী ভৈরবসঙ্গে শিশুসঙ্গে কুমারী রে।
যেমন অনুজ লক্ষ্মণ সঙ্গে জানকী তার সমিভ্যারে॥
জননী তনয়া জায়া, সহোদরা কি অপরে।
রামপ্রসাদ বলে বলব কি আর, বুঝে লওগে ঠারে-ঠোরে॥