রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)
১৯৬
লগ্নী - আড়খেমটা।
মা বসন পর,
বসন পর বসন পর, মা গো বসন পর তুমি।
চন্দনে চর্চিত জবা, পদে দিব আমি গো॥
কালীঘাটে কালী তুমি, মা গো কৈলাসে ভবানী।
বৃন্দাবনে রাধাপ্যারী, গোকুলে গোপিনী গো॥
পাতালেতে ছিলে মা গো, হয়ে ভদ্রকালী।
কত দেবতা করেছে পূজা, দিয়ে নরবলি গো॥
কার বাড়ী গিয়েছিলে, মা গো কে করেছে সেবা।
শিরে দেখি রক্তচন্দন, পদে রক্ত-জবা গো॥
ডানি হস্তে বরাভয়, মা গো বাম হস্তে অসি।
কাটিয়া অসুরের মুণ্ড করেছ রাশি রাশি গো॥
অসিতে রুধিরধারা, মা গো গলে মুণ্ডমালা।
হেঁটমুখে চেয়ে দেখ পদতলে ভোলা গো॥
মাথায় সোণার মুকুট, মা গো ঠেকেছে গগনে।
মা হয়ে বালকের পাশে, উলঙ্গ কেমনে গো॥
আপনে পাগল পতি পাগল,
মা গো আরও পাগল আছে।
দ্বিজ রামপ্রসাদ হয়েছে পাগল,
চরণ পাবার আশে গো॥
পাঠান্তর / পাঠভেদ:
লহরী - আড়াঠেকা
মা বসন পর।
বসন পর, বসন পর, মাগো! বসন পর তুমি।
চন্দনে চর্চিত জবা, পদে দিব আমি গো॥
কালীঘাটে কালী তুমি, মাগো কৈলাসে ভবানী।
বৃন্দাবনে রাধাপ্যারী, গোকুলে গোপিনী গো॥
পাতালেতে ছিলে মাগো, হয়ে ভদ্রকালী।
কত দেবতা করেছে পূজা, দিয়ে নরবলি গো॥
কার বাড়ী গিয়াছিলে, মাগো, কে করেছে সেবা।
শিরে দেখি রক্ত চন্দন, পদে রক্ত জবা গো॥
ডানি হস্তে বরাভয়, মাগো বাম হস্তে অসি।
কাটিয়া অসুরের মুণ্ড, করেছ রাশি রাশি গো॥
অসিতে রুধিরধারা, মাগো, গলে মুণ্ডমালা।
হেঁটমুখে চেয়ে দেখ, পদতলে ভোলা গো॥
মাথায় সোনার মুকুট, মাগো, ঠেকেছে গগনে।
মা হয়ে বালকের পাশে, উলঙ্গ কেমনে গো॥
আপনি পাগল, পতি পাগল, মাগো আরও পাগল আছে
ওমা, রামপ্রসাদ হয়েছে পাগল, চরণ পাবার আশে গো॥
পাঠান্তর / পাঠভেদ:
রাগিণী ললিত তাল আড়খেমটা।
বসন পরো মা বসন পরো তুমি,
রাঙা চন্দনে মাখিয়া জবা পদে দিব আমি।
খড়্গ হস্তে রুধিরধারা এমা মুণ্ডমালা গলে,
একবার হেঁট নয়নে চেয়ে দেখ মা পতি পদতলে গো মা॥
সবে বলে পাগল পাগল এমা আরো পাগল আছে,
রামপ্রসাদ হয়েছে পাগল চরণ পাবার আশে॥
পাঠান্তর / পাঠভেদ:
মা বসন পর।
বসন পর, বসন পর, মাগো, বসন পর তুমি।
চন্দনে চর্চিত জবা পদে দিব আমি গো॥
কালীঘাটে কালী তুমি, মাগো কৈলাসে ভবানী।
বৃন্দাবনে রাধাপ্যারী, গোকুলে গোপিনী গো॥
পাতালেতে ছিলে মাগো হয়ে ভদ্রকালী।
কত দেবতা করেছে পূজা, দিয়ে নরবলি গো॥
কার বাড়ী গিয়েছিলে মাগো, কে করেছে সেবা!
শিরে দেখি রক্তচন্দন, পদে রক্তজবা গো॥
ডানি হস্তে বরাভয়, মাগো বাম হস্তে অসি।
কাটিয়া অসুরের মুণ্ড করেছ রাশি রাশি গো॥
অসিতে রুধির-ধারা, মাগো গলে মুণ্ডমালা।
হেঁটমুখে চেয়ে দেখ, পদতলে ভোলা গো॥
মাথায় সোনার মুকুট, মাগো ঠেকেছে গগনে।
মা হ'য়ে বালকের পাশে উলঙ্গ কেমনে গো॥
আপনি পাগল, পতি পাগল, মাগো আরও পাগল আছে -
দ্বিজ রামপ্রসাদ হয়েছে পাগল, চরণ পাবার আশে গো॥