রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)
২০১
খাম্বাজ - রূপক।
মা! কত নাচ গো রণে।
নিরুপম বেশ বিগলিত-কেশ,
বিবসনা হর-হৃদে কত নাচ গো রণে॥
সদ্য-হত-দিতি-তনয়-মস্তক-হার লম্বিত
সুজঘনে কত রাজিত কটিতটে
নর-কর-নিকর কূণপ-শিশু শ্রবণে॥
অধর সুললিত, বিম্ব-বিনিন্দিত,
কুন্দ বিকশিত সুদশনে।
শ্রীমুখমণ্ডল, কমল নিরমল, সাট্ট হাস সঘনে॥
সজল জলধর, কান্তি সুন্দর,
রুধির কিবা শোভা ও বরণে।
প্রসাদ প্রবদতি, মম মানস নৃত্যতি,
রূপ কি ধরে নয়নে॥
পাঠান্তর / পাঠভেদ:
খাম্বাজ - রূপক
মা কত নাচ গো রণে।
নিরুপম বেশ বিগলিত কেশ,
বিবসনা হরহৃদে কত নাচ গো রণে॥
সদ্য হত দিতি-তনয় মস্তকহার লম্বিত সুজঘনে।
কত রাজিত কটীতটে নরকরনিকর, কুণপশিশু শ্রবণে॥
অধর সুললিত, বিম্ববিনিন্দিত, কুন্দবিকসিত সুদশনে।
শ্রীমুখমণ্ডল, কমল নিরমল, সাট্টহাস সঘনে॥
সজল জলধর, কান্তি সুন্দর, রুধির কিবা শোভা ও চরণে।
প্রসাদ প্রবদতি, মম মানস নৃত্যতি, রূপ কি ধরে নয়নে॥
পাঠান্তর / পাঠভেদ:
রাগিণী খাম্বাজ, তাল রূপক।
মা। কত নাচ গো রণে।
নিরুপম বেশ, বিগলিত কেশ,
বিবসনা হর-হৃদে, কত নাচ গো রণে॥
সদ্য হত দিতিতনয় মস্তকহার লম্বিত সুজঘণে
কত রাজিত কটিতটে নিকর নরকর
কুণপ-শিশু শ্রবণে।
অধর সুলোলিত বিম্ব লজ্জিত,
কুন্দ বিকশিত সুদর্শনে।
শ্রীমুখমণ্ডল, কমল নিরমল,
সাট্ট হাস সঘনে॥
সজল জলধর, কান্তি সুন্দর,
রুধির কিবা শোভা ও বরণে।
শ্রীরামপ্রসাদ ভণে, মম মানস নৃত্যতি,
রূপ কি ধরে নয়নে।