রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)
২০২
জংলা - একতালা।
মায়া রে পরম কৌতুক।
মায়াবদ্ধ জনে ধাবতি, অবদ্ধজনে লুটে সুখ॥
আমি এই আমার এই, এ ভাব ভাবে মূর্খ সেই,
মন রে ওরে, মিছে মিছে সার ভেবে, সাহসে বাঁধিছ বুক॥
আমি কেবা আমার কেবা, আমি ভিন্ন আছে কেবা,
মন রে ওরে, কে করে কাহার সেবা,
মিছা ভাব দুখ সুখ॥
দীপ জ্বেলে আঁধার ঘরে, দ্রব্য যদি পায় করে,
মন রে ওরে, তখনি নির্বাণ করে, না রাখে রে একটুক্॥
প্রাজ্ঞ অট্টালিকায় থাক, আপনি আপন দেখ,
রামপ্রসাদ বলে মশারি তুলিয়া দেখ রে মুখ॥
পাঠান্তর / পাঠভেদ:
জংলা - একতালা
মায়ার এ পরম কৌতুক।
মায়াবদ্ধ জনে ধাবতি, অবদ্ধ জনে লুটে সুখ॥
আমি এই আমার এই, এভাব ভাবে মূর্খ সেই।
মনরে, ওরে মিছামিছি সার ভেবে, সাহসে বাঁধিছ বুক
আমি কেবা আমার কেবা, আমি ভিন্ন আছে কেবা।
মনরে, ওরে কে করে কাহার সেবা, মিছা ভাব দুখ সুখ
দীপ জ্বেলে আঁধার ঘরে, দ্রব্য যদি পায় করে।
মনরে, ওরে তখনি নির্বাণ করে, না রাখে রে একটুক্॥
প্রাজ্ঞ অট্টালিকায় থাক, আপনি আপন দেখ।
রামপ্রসাদ বলে মশারি তুলে দেখ রে আপনার মুখ॥
পাঠান্তর / পাঠভেদ:
মায়া রে পরম কৌতুক।
যেমন মায়াবদ্ধ জনে ধাবতি, অবদ্ধে লুটে সুখ॥
আমি এই আমার এই, এভাব ভাবে মূর্খ সেই,
মনরে ওরে মিছামিছি সার ভেবে, সাহসে বাঁধে বুক॥
আমি কেবা আমার কেবা, আমি ভিন্ন আছে কেবা,
মনরে ওরে, কে করে কাহার সেবা, মিছা সুখ দুখ॥
দীপ জ্বলে আঁধার ঘরে, দ্রব্য যদি পায় করে,
মনরে ওরে, তখনি নির্বাণ করে, না রাখে একটুক্।
প্রাজ্ঞ অট্টালিকায় থাকো, আপনি আপন দেখো,
মনরে, রামপ্রসাদ বলে মশারি তুলিয়া দেখ মুখ॥