Prev | Up | Next

রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)

২০৪

প্রসাদী সুর - একতালা।

মায়ের চরণতলে স্থান লব।
আমি অসময়ে কোথা যাব॥
ঘরে জায়গা না হয় যদি, বাহিরে রব ক্ষতি কি গো,
মায়ের নাম ভরসা ক'রে, উপবাসী হয়ে পড়ে রব॥
প্রসাদ বলে উমা আমায়, বিদায় দিলেও নাই কো যাব।
আমার দুই বাহু প্রসারিয়ে
চরণতলে পড়ে প্রাণ ত্যজিব॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী - একতালা

মায়ের চরণতলে স্থান লব।
আমি অসময়ে কোথা যাব॥
ঘরে জায়গা না হয় যদি, বাহিরে রব ক্ষতি কি গো।
মায়ের নাম ভরসা ক'রে, উপবাসী হয়ে প'ড়ে রব॥
প্রসাদ বলে উমা আমায়, বিদায় দিলেও নাইকো যাব।
আমার দুই বাহু পসারিয়ে চরণতলে প'ড়ে প্রাণ ত্যজিব।

Prev | Up | Next


Go to top