রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)
২০৫
মূলতান - একতালা।
মায়ের নাম লইতে অলস হইও না;
রসনা! যা হবার তাই হবে॥
দুঃখ পেয়েছ (আমার মন রে), না আরো পাবে।
ঐহিকের সুখ হলো না ব'লে কি
ঢেউ দেখে নাও ডুবাবে?
রেখো রেখো সে নাম সদা সযতনে,
নিও রে নিও রে নাম শয়নে স্বপনে,
সচেতনে থেক (মন রে আমার), কালী বলে ডেক,
এ দেহ ত্যজিবে যবে॥