Prev | Up | Next

রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)

২১৫

জংলা - একতালা।

রসনে কালী নাম রট রে।
মৃত্যুরূপা নিতান্ত ধরেছে জঠরে॥
কালী যার হৃদে জাগে, তর্ক তার কোথা লাগে,
এ কেবল বাদার্থ মাত্র, খুঁজতেছে ঘট পট রে॥
রসনারে কর বশ, শ্যামা-নামামৃতরস,
তুমি গান কর পান কর, সে পাত্রের পাত্র বট রে॥
সুধাময় কালীর নাম, কেবল কৈবল্যধাম,
করে জপ না কালীর নাম, কি তব উৎকট রে॥
শ্রুতি রাখ সত্ত্বগুণে, দ্বি অক্ষর কর মনে,
প্রসাদ বলে দোহাই দিয়া,
কালী ব'লে কাল কাট রে॥

পাঠান্তর / পাঠভেদ:

জংলা - একতালা

রসনে, কালী নাম রট রে।
মৃত্যুরূপা নিতান্ত ধরেছে জঠরে॥
কালী যার হৃদে জাগে, তর্ক তার কোথা লাগে,
কেবল বাদার্থমাত্র ঘট পট রে॥
রসনারে কর বশ, শ্যামানামামৃতরস,
তুমি গান কর পান কর, সে পাত্র বট রে॥
সুধাময় কালীর নাম, কেবল কৈবল্যধাম,
করে জপ না কালীর নাম, কি উৎকট রে॥
শ্রুতি রাখ সত্ত্বগুণে, দ্বি-অক্ষর কর মনে,
প্রসাদ বলে দোহাই দিয়া, কালী বলে কাল কাট রে

পাঠান্তর / পাঠভেদ:

রসনে কালী রট রে॥
মৃত্যুরূপা নিতান্ত ধোরেছে জঠরে॥
কালী যার হৃদে জাগে, তর্ক তার কোথা লাগে,
কেবল বাদার্থ মাত্র ঘট পট রে।
রসনারে কর বশ,        শ্যামা-নামামৃতরস,
গান কর পান কর পাত্র বট রে॥
সুধাময় কালীর নাম,        কেবল কৈবল্যধাম,
করে জপ না কালীর নাম, কি উৎকট রে।
শ্রুতি রাখ সত্ত্বগুণে,        অন্য নাম নাহি শুনে,
প্রসাদ বলে দোহাই দিয়া, শিবে কোঠরে।

Prev | Up | Next


Go to top