রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)
২১৬
ললিত - তিওট।
শঙ্কর পদতলে, মগনা রিপুদলে,
বিগলিত কুন্তলজাল।
বিমল বিধুবর, শ্রীমুখসুন্দর,
তনুরুচি বিজিত, তরুণ তমাল॥
যোগিনী সকল, ভৈরবী সমরে, করে করে ধরে তাল
ক্রুদ্ধ মানস, ঊর্ধ্বে শোণিত, পিবতি নয়ন বিশাল।
নিগম সারিগম, গণ গণ, গণ, মবরব যন্ত্র মণ্ডন ভাল।
তা তা থেই, দ্রিমকি দ্রিমকি, ধা ধা ডম্ফ বাদ্য রসাল
প্রসাদ কলয়তি, হে শ্যামাসুন্দরি! রক্ষ মম পরকাল
দীন-হীন-প্রতি, কুরু কৃপালেশ,
বারয় কাল করাল॥
পাঠান্তর / পাঠভেদ:
ললিত - তেওট
শঙ্করপদতলে, মগনা রিপুদলে, বিগলিত কুন্তলজাল।
বিমল বিধুবর, শ্রীমুখ সুন্দর, তনুরুচি বিজিত, তরুণ তমাল॥
যোগিনীগণ সকল, ভৈরব সমর করে, করে ধরে তাল।
ক্রুদ্ধ মানস, ঊর্ধ্বে শোণিত, পিবতি নয়ন বিশাল॥
নিগম সারিগম, গণ গণ গণ মবয়ব যন্ত্র মণ্ডন ভাল।
তা তা থেই থেই, দ্রিমকি, দ্রিমকি, ধা ধা ডম্ফ বাদ্য রসাল॥
প্রসাদ কলয়তি, হে শ্যামাসুন্দরি, রক্ষ মম পরকাল।
দীন-হীন-প্রতি, কুরু কৃপালেশ, বারয় কাল করাল॥
পাঠান্তর / পাঠভেদ:
রাগিণী ললিত। তাল তিওট।
শঙ্কর পদতলে, মগনা রিপুদলে,
বিগলিত কুন্তলজাল।
বিমল বিধুবর, অনুরুচি বিজিত, তরুণ তমাল॥
যোগিনীগণ সকল ভৈরব সমর করে ধরে তাল।
ক্রুদ্ধ মানস ঊর্ধ্বে শোণিত পিবতি নয়ন বিশাল।
নিগম সারিগম গণ গণ গণ মবরব যন্ত্র মণ্ডল ভাল
তা তা থেই থেই দ্রিমকি দ্রিমকি ধু ধু ডম্ফ বাদ্য রসাল॥
প্রসাদ কলয়তি শ্যামাসুন্দরি রক্ষ মম পরকাল।
দীনজন-প্রতি কুরু কৃপালেশ, বারয় কাল করাল।