Prev | Up | Next

রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)

২১৮

প্রসাদী সুর - একতালা।

শমন হে আছি দাঁড়ায়ে।
আমি কালী নামের গণ্ডী দিয়ে॥
কালোপরে কালীপদ, সে পদ হৃদে ভাবিয়ে।
মায়ের অভয় চরণ যে করে স্মরণ,
কি করে, তার মরণভয়ে॥

Prev | Up | Next


Go to top