Prev | Up | Next

রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)

২১৯

শোন্ রে মন তোরে বলি, ভজ কালী,
ইচ্ছা হয় যেই আচারে।
মুখে গুরু-দত্ত মন্ত্র পড়, দিবানিশি কর ধ'রে॥
শয়নে প্রণাম জ্ঞান, নিদ্রায় কর মাকে ধ্যান,
ওরে নগরে ফির, মনে কর, প্রদক্ষিণ করি শ্যামা মারে॥
যত শোন কর্ণপুটে, সকলি মায়ের মন্ত্র বটে,
কালী পঞ্চাশৎ-বর্ণময়ী, বর্ণে বর্ণে নাম শোন রে॥
কৌতুকে রামপ্রসাদ রটে, ব্রহ্মময়ী সর্বঘটে।
ওরে আহার কর, মনে কর আহুতি দিই শ্যামা মারে॥

Prev | Up | Next


Go to top