রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)
২২০
ঝিঁঝিট - আড়া।
শ্যামা বামা কে?
তনু দলিতাঞ্জন, শরদ-সুধাকর-মণ্ডল-বদনী রে?
কুন্তল বিগলিত, শোণিত শোভিত
তড়িত জড়িত নবঘন ঝলকে॥
বিপরীত এ কি কাজ, লাজ ছেড়েছে দূরে,
ঐ রথ রথী গজ বাজী বয়ানে পূরে।
মম দল প্রবল, সকল হত বল,
চঞ্চল বিকল হৃদয় চমকে॥
প্রচণ্ড প্রতাপরাশি মৃত্যুরূপিণী,
ঐ কামরিপু পদে এ কেমন কামিনী।
লঙ্ঘে গগন ধরণীধর সাগর,
ঐ যুবতী চকিতে নয়ন পলকে॥
ভীম ভবার্ণব-তারণ হেতু,
ঐ যুগল চরণ তব করিয়াছি সেতু,
কলয়তি কবি রামপ্রসাদ কবিরঞ্জন,
কুরু কৃপালেশ জননি কালিকে॥
পাঠান্তর / পাঠভেদ:
ঝিঁঝিট - আড়া
শ্যামা বামা কে?
তনু দলিতাঞ্জন, শরদ-সুধা-কর-মণ্ডলবদনী রে॥
কুন্তল বিগলিত, শোণিত শোভিত,
তড়িত জড়িত নবঘন ঝলকে॥
বিপরীত একি কাজ, লাজ ছেড়েছে দূরে,
ঐ রথ রথী গজ বাজী বয়ানে পুরে॥
মম দল প্রবল, সকল হত বল, চঞ্চল বিকল হৃদয় চমকে॥
প্রচণ্ড প্রতাপরাশি মৃত্যুরূপিণী,
ঐ কামরিপু পদে এ কেমন কামিনী,
লঙ্ঘে গগন ধরণীধর সাগর, ঐ যুবতী চকিতে নয়ন-পলকে॥
ভীম ভবার্ণব-তারণ-হেতু, ঐ যুগল চরণ তব করিয়াছি সেতু॥
কলয়তি কবি রামপ্রসাদ কবিরঞ্জন,
কুরু কৃপালেশ, জননি কালিকে॥
পাঠান্তর / পাঠভেদ:
রাগিণী ঝিঝিট। তাল আড়া।
শ্যামা বামা কে?
তনু দলিতাঞ্জন শরদ সুধাকর মণ্ডল বদনী
কুণ্ডল বিগলিত, শোণিত শোভিত,
তড়িত জড়িত নবঘন ঝলকে।
বিপরীত একি কাজ লাজ ছেড়েছে দূরে।
ঐ রথ রথী গজ বাজি বয়ানে পুরে॥
মম দল প্রবল সকল কৃত হত বল,
চঞ্চল বিকল হৃদয় চমকে॥
প্রচণ্ড প্রতাপরাশি মৃত্যুরূপিণী।
ঐ কাম রিপু পদে এ কেমন কামিনী॥
লঙ্ঘে গগন ধরণীধর সাগর,
ঐ যুবতী চকিতে নয়ন পলকে॥
ভীম-ভবার্ণব-তারণ-হেতু।
ঐ যুগল চরণ তব করিয়াছি সেতু॥
কলয়তি কবি রামপ্রসাদ কবিরঞ্জন,
কুরু কৃপালেশ জননি কালিকে॥