Prev | Up | Next

রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)

২২৪

মল্লার - খয়রা।

সদাশিব-শবে আরোহিণী কামিনী
শোভিত শোণিতধারা মেঘে সৌদামিনী।
এ কি দেখি অসম্ভব, আসন করেছে শব,
মূর্তিমতী মনোভব ভব-ভামিনী॥
রবি শশী বহ্নি আঁখি, ভালে শশী শশীমুখী,
পদনখে শশীরাশি গজগামিনী।
শ্রীকবিরঞ্জন ভণে,        কাদম্বিনী-রূপ মনে,
ভাবয়ে ভকতজনে,        দিবস-রজনী॥

পাঠান্তর / পাঠভেদ:

মল্লার - খয়রা

সদাশিব-শবে আরোহিণী কামিনী।
শোভিত শোণিতধারা মেঘে সৌদামিনী॥
একি দেখি অসম্ভব, আসন করেছে শব,
মূর্তিমতী মনোভব, ভবভামিনী।
রবি শশী বহ্নি আঁখি, ভালে শশী শশিমুখী,
পদনখে শশী রাশি গজগামিনী।
শ্রীকবিরঞ্জন ভণে, কাদম্বিনীরূপ মনে,
ভাবয়ে ভকতজনে, দিবস রজনী॥

পাঠান্তর / পাঠভেদ:

রাগিণী মেঘ মল্লার। তাল খয়রা

সদাশিব-শবে আরোহিণী কামিনী।
শোণিত-শোভিত ধারা মেঘে সৌদামিনী॥
একি দেখি অসম্ভব,        আসন করেছে শব,
মূর্তিমতী মনোভব, ভব ভবানী॥
রবি শশী বহ্নি আঁখি, ভালে শশী শশিমুখী
পদনখে শশী রাশি গজগামিনী।
শ্রীকবিরঞ্জনে ভণে,        কাদম্বিনীরূপ মনে,
ভাবয়ে ভকতজনে,        দিন রজনী॥

Prev | Up | Next


Go to top