Prev | Up | Next

রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)

২২৫

ঝিঁঝিট - আড়া।

সমর করে ও কে রমণী।
কুলবালা ত্রিভুবনমোহিনী॥
ললাট-নয়ন বৈশ্বানর বাম বিধু, বামেতর তরণি।
মরকত-মুকুর বিমল মুখমণ্ডল, নূতন-জলধর-বরণী॥
শব শিব শিরে, মন্দাকিনী রাজত,
ঢল ঢল উজ্জ্বল ধরণী।
উরোপরি যুগপদ, রাজিত কোকনদ,
সুচারু নখর-নিকর, সুধা-ধামিনী॥
কলয়তি কবিরঞ্জন, করুণাময়ী করুণাং কুরু হরমোহিনী।
গিরিবরকন্যে, নিখিল-শরণ্যে,
মম জীবন-ধন, জননী॥

পাঠান্তর / পাঠভেদ:

ঝিঁঝিট - আড়া

সমর করে ও কে রমণী।
কুলবালা ত্রিভুবন-মোহিনী॥
ললাট-নয়ন বৈশ্বানর বাম বিধু, বামেতর তরণি।
মরকত-মুকুর বিমল মুখমণ্ডল নূতন-জলধর-বরণী।
শব-শিব হৃদয় মন্দাকিনী, রাজত ঢল ঢল উজ্জ্বল ধরণী।
তদুপরি যুগপদ, রাজিত কোকনদ,
সুচারু নখর-নিকর, সুধা যামিনী॥
কলয়তি কবিরঞ্জন, করুণাময়ী করুণা কুরু হরমোহিনী।
গিরিবরকন্যে, নিখিল-শরণ্যে, মম জীবন-ধন, জননী॥

পাঠান্তর / পাঠভেদ:

রাগিণী ঝিঁঝিট। তাল আড়া।

সমর করে ও কে রমণী।
কুলবালা ত্রিভুবন-মোহিনী॥
ললাট-নয়ন বৈশ্বানর বাম বিধু বামেতর তরণি।
মরকত-মুকুর বিমল মুখমণ্ডল, নূতন-জলধর-বরণী॥
শব শিব হৃদয় মন্দাকিনী রাজত ঢল ঢল উজ্জ্বল ধরণী
তদুপরি যুগপদ,        রাজিত কোকনদ,
সুচারু নখরনিকর সুধাধারিণী॥
কলয়তি কবিরঞ্জন, করুণাময়ী করুণাঙ্কুরু হরমোহিনী
গিরিবরকন্যা, নিখিল-শরণ্যে, মম জীবন-ধন জননী

Prev | Up | Next


Go to top