Prev | Up | Next

রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)

২২৭

টুরী-জায়েনপুরী - একতালা।

সময় তো থাকবে না গো মা, কেবল কথা রবে।
কথা রবে, কথা রবে, মা গো জগতে কলঙ্ক রবে॥
ভাল কিবা মন্দ কালী, অবশ্য এক দাঁড়া হবে।
সাগরে যার বিছানা, মা! শিশিরে তার কি করিবে॥
দুঃখে দুঃখে জরজর, আর কত মা দুঃখ দিবে।
কেবল ঐ দুর্গা নাম, শ্যামা নামে কলঙ্ক রটিবে॥

Prev | Up | Next


Go to top