রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)
২২৬
ছয়নাট - খয়রা।
সমরে কে রে কাল-কামিনী?
কাদম্বিনী, বিড়ম্বিনী, অপরাকুসুমাপরাজিতা-বরণী,
কে রণে রমণী।
আ মরি আ মরি মন্দ মন্দ হাস, লোক প্রকাশ,
আশুতোষ-বাসিনী।
ফণী-ফণাভরণ জিনি, গণি দন্ত কুন্দশ্রেণী।
কেশাগ্র ধরণী-পরে বিরাজ, অপরূপ শব শ্রবণে সাজ,
না করে লাজ, কেমন কাজ, মম সমাজে তরুণী॥
আ মরি আ মরি চণ্ডমুণ্ডমাল,
করে কপাল এ কি বিশাল,
ভাল ভাল কালদণ্ডধারিণী।
ক্ষীণ কটিপর, নৃকর-নিকর, আবৃত কত কিঙ্কিণী॥
সর্বাঙ্গ শোভিত শোণিতবৃন্তে,
কিংশুক ইব ঋতু বসন্তে।
চরণোপান্তে, মনোদুরন্তে রাখ কৃতান্তদলনী॥
আ মরি আ মরি সঙ্গিনী সকল, ভাবে ঢল ঢল,
হাসে খল খল, টল টল, ধরণী।
ভয়ঙ্কর কিবা, ডাকিতেছে শিবা,
শিব-উরে শিবা আপনি॥
প্রলয়কারিণী করে প্রমাদ,
পরিহরি ভূপ বৃথা বিষাদ।
কহিছে প্রসাদ, দেহ মা প্রসাদ,
বিষাদনাশিনী॥
পাঠান্তর / পাঠভেদ:
রাগিণী ছায়াবট। তাল খয়রা।
সমরে কেরে কালকামিনী?
কাদম্বিনী বিড়ম্বিনী, অপরাকুসুমাপরাজিতা-বরণী,
কে রণে রমণী।
সুধাংশু সুধা কি শ্রমজ বিন্দু, শ্রীমুখ একি শরদ-ইন্দু,
কমলবন্ধু বহ্নি সিন্ধু তনয় এ তিন নয়নী॥
আমারি আমারি মন্দ মন্দ হাস লোক প্রকাশ
আশুতোষ-বাসিনী।
ফণি ফণাভরণ জিনি, গণি দন্ত কুন্দশ্রেণী,
কেশাগ্র ধরণী-পর বিরাজ, অপরূপ শব শ্রবণ-সাজ,
না করে লাজ কেমন কাজ, মম সমাজ-তরুণী॥
আমরি আমরি চণ্ডমুণ্ড-মাল, করে কপাল একি বিশাল
তা ভাল ভাল কালদণ্ডধারিণী।
ক্ষীণ কটিপর করনিকর আবৃত কত কিঙ্কিণী,
সর্বাঙ্গ শোভিত শোণিতবৃন্তে, কিংশুক ইব ঋতু বসন্তে,
চরণোপান্তে মন-দুরন্তে রাখ কৃতান্তদমনী।
আমরি আমরি সঙ্গিনী সকল, ভাবে ঢল ঢল হাসে
খল খল, টল টল ধরণী।
ভয়ঙ্কর কিবা ডাকিছে শিবা
শিব ডরে শিবা আপনি,
প্রলয়কারিণী করে প্রমাদ, পরিহর ভূপ বৃথা বিবাদ,
কহিছে প্রসাদ, দেহ মা প্রসাদ,
প্রসাদ-বিষাদ-নাশিনী॥