Prev | Up | Next

রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)

২৩১

প্রসাদী সুর - একতালা।

সামাল্ সামাল্ ডুবল তরী।
আমার মন রে ভোলা, গেল বেলা, ভজলে না হরসুন্দরী॥
প্রবঞ্চনার বিকিকিনি ক'রে ভরা কৈলে ভারী।
সারা দিন কাটালে ঘাটে ব'সে, সন্ধ্যাবেলা ধর্লে পাড়ী॥
একে তোর জীর্ণ তরী, কলুষেতে হলো ভারী।
যদি পার হবি মন ভবার্ণবে, শ্রীনাথে কর কাণ্ডারী॥
তরঙ্গ দেখিয়া ভারী, পলাইল ছয়টা দাঁড়ী।
এখন গুরু ব্রহ্ম সার কর মন,
যিনি হন ভব-কাণ্ডারী॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী - একতালা

সামাল্ সামাল্ ডুবলো তরী।
আমার মনরে ভোলা, গেল বেলা, ভজলে না হরসুন্দরী॥
প্রবঞ্চনার বিকীকিনি, করে ভরা কৈলে ভারি।
সারাদিন কাটালে ঘাটে বসে', সন্ধ্যাবেলা ধরলে পাড়ি॥
একে তোর জীর্ণ তরী, কলুষেতে হ'ল ভারি।
যদি পার হবি মন ভবার্ণবে, মায়েরে কর কাণ্ডারী॥
তরঙ্গ দেখিয়া ভারি, পলাইল ছয়টা দাঁড়ী।
এখন গুরু ব্রহ্ম সার কর মন, প্রসাদ মায়ের আজ্ঞাকারী॥

Prev | Up | Next


Go to top