Prev | Up | Next

রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)

২৩২

জংলা - একতালা।

সে কি এমনি মেয়ের মেয়ে।
যাঁর নাম জপিয়া মহেশ বাঁচেন হলাহল খেয়ে॥
সৃষ্টিস্থিতি-প্রলয় করে, কটাক্ষে হেরিয়ে।
সে যে অনন্ত-ব্রহ্মাণ্ড রাখে, উদরে পূরিয়ে॥
যে চরণে শরণ লয়ে, দেবতা বাঁচে দায়ে।
দেবের দেব মহাদেব যাঁহার চরণে লুটায়ে॥
প্রসাদ বলে রণে চলে রণময়ী হয়ে।
শুম্ভ-নিশুম্ভকে বধে, হুঙ্কার ছাড়িয়ে॥

পাঠান্তর / পাঠভেদ:

জংলা - একতালা

সে কি এম্নি মেয়ের মেয়ে।
যাঁর নাম জপিয়ে মহেশ বাঁচেন হলাহল খেয়ে॥
সৃষ্টিস্থিতি প্রলয় ক'রে কটাক্ষে হেরিয়ে।
সে যে অনন্ত ব্রহ্মাণ্ড রাখে উদরে পূরিয়ে॥
যে চরণে শরণ ল'য়ে দেবতা বাঁচে দায়ে।
দেবের দেব মহাদেব যাঁর চরণে লুটায়ে॥
প্রসাদ বলে রণে চলে রণময়ী হ'য়ে।
শুম্ভ-নিশুম্ভকে বধে হুঙ্কার ছাড়িয়ে॥

পাঠান্তর / পাঠভেদ:

রাগিণী জঙলা তাল একতালা।

সে কি এমনি মেয়ের মেয়ে।
যার নাম জপিয়া মহেশ বাঁচেন, হলাহল খাইয়ে॥
সৃষ্টি স্থিতি প্রলয় করে কটাক্ষে হেরিয়ে;
সে যে অনন্ত ব্রহ্মাণ্ড রাখে উদরে পুরিয়ে॥
যে চরণে শরণ লয়ে, দেবতা বাঁচেন দায়ে,
দেবের দেব মহাদেব যার চরণে লোটায়ে॥
প্রসাদ বলে রণে চলে, রণময়ী হয়ে।
নিশুম্ভ-শুম্ভরে বধে, হুহুঙ্কার ছাড়িয়ে॥

Prev | Up | Next


Go to top