Prev | Up | Next

রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)

২৩৪

ললিত - একতালা।

হর ফিরে মাতিয়া শঙ্কর ফিরে মাতিয়া।
শিঙা করিছে ভভ ভম্ ভম্, ভোঁ ভোঁ ভোঁ ববম্ ববম্,
বব বম্ বব বম্ গাল বাজিয়া॥
মগন হইয়া প্রমথনাথ,        খেটক ডমরু লইয়া হাত,
কোটি কোটি কোটি দানব সাথ,
শ্মশানে ফিরিছে গাইয়া।
কটিতটে কিবা বাঘের ছাল,
গলায় দুলিছে হাড়ের মাল,
নাগযজ্ঞোপবীত ভাল, গরজে গরব মানিয়া।
শশধর-কলা ভালে শোভে, নয়ন-চকোর অমিয় লোভে,
স্থির গতি অতি মনের ক্ষোভে, কেমনে পাইব ভাবিয়া॥
আধ চাঁদ কিবা করে চিকিমিকি,
নয়নে অনল ধিকি ধিকি ধিকি,
প্রজ্বলিত হয় থাকি থাকি থাকি,
দে'খে রিপু যায় ভাগিয়া॥
বিভূতি-ভূষণ মোহন বেশ,        তরুণ অরুণ অধরদেশ,
শব আভরণ গলায় শেষ, দেবের দেব যোগিয়া।
বৃষভ চলিছে খিমিকি খিমিকি,
বাজায়ে ডমরু ডিমিকি ডিমিকি,
ধরত তাল দ্রিমকি দ্রিমকি হরিগুণে হর নাচিয়া॥
বদন ইন্দু ঢল ঢল ঢল, শিরে দ্রবময়ী করে টল টল,
লহরী উঠিল কল কল কল,        জটাজূটমাঝে থাকিয়া।
প্রসাদ কহিছে এ ভব-ঘোর,
শিয়রে শমন করিছে জোর,
কাটিতে নারিনু করম-ডোর,
নিজ গুণে লহ তারিয়া॥

Prev | Up | Next


Go to top