রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)
২৩৩
প্রসাদী সুর - একতালা।
সে কি সুধু শিবের সতী।
যারে কালের কাল করে প্রণতি
ষট্চক্রে চক্র করি, কমলে করে বসতি।
সে যে সর্বদলের দল-পতি সহস্রদলে করে স্থিতি॥
নেঙটা বেশে শত্রু নাশে, মহাকাল হৃদয়ে স্থিতি।
ওরে বল দেখি মন সে বা কেমন,
নাথের বুকে মারে নাথি॥
প্রসাদ বলে মায়ের লীলা, সকলি জানি ডাকাতি।
ওরে সাবধানে মন কর যতন,
হবে তোমার শুদ্ধ মতি॥
পাঠান্তর / পাঠভেদ:
প্রসাদী - একতালা
সে কি শুধু শিবের সতী।
যারে কালের কাল করে প্রণতি॥
ষট্চক্রে চক্র করি, কমলে করে বসতি।
সে যে সর্বদলের দলপতি, সহস্রদলে করে স্থিতি॥
নেংটা-বেশে শত্রু নাশে, মহাকাল-হৃদয়ে স্থিতি।
ওরে বল দেখি মন সে বা কেমন, নাথের বুকে মারে লাথি॥
প্রসাদ বলে মায়ের লীলা, সকলি জানি ডাকাতি।
ওরে সাবধানে মন কর যতন, হবে তোমার শুদ্ধমতি॥
পাঠান্তর / পাঠভেদ:
রাগিণী জঙলা। তাল খএরা।
সেকি সুধুই শিবের সতী, যারে কাল করে প্রণতি।
ষটচক্রে চক্র করি করয়ে বসতি,
সে যে সর্বদলের দলপতি, সহস্রদলে স্থিতি॥
লেঙটা-বেশে শত্রু নাশে মহাকালে স্থিতি,
ওরে বল দেখি মন সেবা কেমন নাথে মারে নাথী॥
প্রসাদ বলে মায়ের লীলা সকলি ডাকাতী,
ওরে সাবধানে মন কর যতন হয়ে শুদ্ধমতি॥
পাঠান্তর / পাঠভেদ:
মা1 কি শুধুই শিবের সতী?
যারে কালের কাল করে প্রণতি॥
ষট্চক্রে চক্র করি' কমলে করে বসতি।
সে যে সর্বদলের দলপতি,
সহস্রদলে করে স্থিতি॥
ন্যাংটা-বেশে শত্রু নাশে, মহাকাল-হৃদয়ে স্থিতি।
বল দেখি মন, সে বা কেমন, নাথের বুকে মারে লাথি?
প্রসাদ বলে, মায়ের লীলা সকলই জেনো ডাকাতি।
ওরে সাবধানে মন কর যতন, হবে তোমার শুদ্ধ মতি॥
1. সে।↩