রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)
২৩৬
খাম্বাজ - ঢিমা-তেতালা।
হুঙ্কারে সংগ্রামে ও কে বিরাজে বামা।
কাম-রিপু-মোহিনী ও কে বিরাজে বামা॥
তপন দহন শশী, ত্রিনয়নী ও রূপসী,
কুবলয়দল-তনুশ্যামা॥
বিবসনা এ তরুণী, কেশ পড়িছে ধরণী,
সমর-নিপুণা গুণধামা।
কহিছে প্রসাদ সার, তারিণী সম্মুখে যার,
যমজয়ী বাজাইল দামা॥
পাঠান্তর / পাঠভেদ:
খাম্বাজ - ঢিমে-তেতালা
হুহুঙ্কারে সংগ্রামে ও কে বিরাজে বামা।
কামরিপু-মোহিনী ও কে বিরাজে বামা॥
তপন দহন শশী, ত্রিনয়নী ও রূপসী, কুবলয়দল তনুশ্যামা।
বিবসনা এ তরুণী, কেশ পড়িছে ধরণী, সমরনিপুণা গুণধামা
কহিছে প্রসাদ সার, তারিণী সম্মুখে যার,
যমজয়ী বাজাইয়া দামা॥
পাঠান্তর / পাঠভেদ:
রাগিণী খাম্বাজ। তাল ঢিমে তেতালা।
হুহুঙ্কারে সংগ্রামে ও কে বিরাজে বামা।
কামরিপু-মোহিনী। ও কে বিরাজে বামা॥
তপন দহন শশী, ত্রিনয়নী ও রূপসী,
কুবলয়দল-তনু শ্যামা॥
বিবসনা এ তরুণী, কেশ পড়িছে ধরণী,
সমরে নিপুণা গুণধামা।
কহিছে প্রসাদ সার, তারিণী সম্মুখে যার,
যমজয়ী বাজাইয়া দামা॥