Prev | Up | Next

রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)

২৩৭

গাঢ়া-ভৈরবী - আড়া।

হৃৎকমল-মঞ্চে দোলে করালবদনী শ্যামা।
মন-পবনে দুলাইছে দিবস রজনী ও মা॥
ইড়া পিঙ্গলা নামা সুষুম্না মনোরমা।
তার মধ্যে গাঁথা শ্যামা, ব্রহ্মসনাতনী ও মা॥
আবির রুধির তায়, কি শোভা হয়েছে গায়,
কাম আদি মোহ যায়, হেরিলে অমনি ও মা॥
যে দেখেছে মায়ের দোল, সে পেয়েছে মায়ের কোল,
রামপ্রসাদের এই বোল, ঢোলমারা বাণী ও মা॥

পাঠান্তর / পাঠভেদ:

গাঢ়াভৈরবী - আড়া

হৃৎকমল-মঞ্চে দোলে করালবদনী শ্যামা।
মন-পবনে দুলাইছে দিবস রজনী ওমা॥
ইড়া পিঙ্গলা নামা, সুষুম্না মনোরমা।
তার মধ্যে গাঁথা শ্যামা, ব্রহ্মসনাতনী॥
আবির রুধির তায়, কি শোভা হয়েছে গায়।
কাম আদি মোহ যায়, হেরিলে অমনি॥
যে দেখেছে মায়ের দোল, সে পেয়েছে মায়ের কোল
রামপ্রসাদের এই বোল, ঢোলমারা বাণী॥

পাঠান্তর / পাঠভেদ:

রাগিণী গারা ভৈরবী। তাল আড়া।

হৃদ্কমল-মঞ্চে দোলে করালবদনী।
মন-পবনে দোলাইছে দিবস রজনী॥
আবির রুধির তায়, কি শোভা হয়েছে, পায়,
কাম আদি মোহ যায়, হেরিলে অমনি।
যে দেখেছে মারে দোল, সে ছেড়েছে মায়ের
কোল,1 রামপ্রসাদের এই ঢোল-মারা বাণী॥

পাঠান্তর / পাঠভেদ:

হৃৎকমল-মঞ্চে দোলে করালবদনী শ্যামা।
মন-পবনে দুলাইছে দিবস-রজনী ও মা॥
ইড়া পিঙ্গলা নামা, সুষুম্না মনোরমা,
তার মধ্যে গাঁথা শ্যামা, ব্রহ্মসনাতনী ও মা॥
আবির রুধির তায়, কি শোভা হয়েছে গায়,
কাম-আদি মোহ যায়, হেরিলে অমনি ও মা॥
যে দেখেছে মায়ের দোল, সে পেয়েছে মায়ের কোল।
রামপ্রসাদের এই বোল, ঢোলমারা বাণী ও মা॥


1. মায়ের কোল ছাড়া পুনরায় মাতৃগর্ভে জন্মগ্রহণপূর্বক মাতৃক্রোড়ে না আইসা অর্থাৎ পুনর্জন্ম না হওয়া ইতি ভাবঃ।

Prev | Up | Next


Go to top