Prev | Up | Next

প্রথম খণ্ড - শ্রীপ্রভুর জন্মকথা

এইরূপে আট নয় দশ মাস গত।
আইর প্রসবকাল হৈল উপস্থিত॥
প্রহরেক বেলা যাবে, ঠাকুরানী কন।
বড়ই আসিছে মোর প্রসব-বেদন॥
শুনিয়া চাটুয্যে কন ইহা কও কিবা।
এখনও না হ'ল ঘরে রঘুবীর-সেবা॥
ঠাকুরের ভোগরাগ হয়ে গেলে সব।
তখন হইবে তুমি দিনান্তে প্রসব॥
যথা কথা দ্বিজ-আজ্ঞা দিবা-অবসান।
সন্ধ্যাকালে দ্বিতীয়ার চাঁদ দীপ্তিমান॥
প্রসবের স্থান নির্ধারিত ঢেঁকিশালে।
প্রসব হইল আই কুশলে কুশলে॥
সন বার বিয়াল্লিশ ছয়ই1 ফাল্গুনে।
শুক্লপক্ষ বুধবার দ্বিতীয়া সেদিনে॥
রবি বুধ চন্দ্র গ্রহ শুভলগ্নে ধরি।
ভূমিতলে অবতীর্ণ গোলোকবিহারী॥
রঙ্গময় রঙ্গপ্রিয় রঙ্গের কারণ।
বারে বারে হয় তাঁর মর্ত্যে আগমন॥
জন্মমাত্র রঙ্গের আরম্ভ হৈল তাঁর।
তাজ্জব অদ্ভুত কথা বিস্ময় ব্যাপার॥
ঢেঁকির লেজের তলে গর্ত এক থাকে।
সদ্যোজাত ট্যাঁ করিয়া তথা গেছে ঢুকে॥
ধনী কামারিনী ছিল অদূরে বসিয়ে।
শিশুর রোদন শুনি উতরিল ধেয়ে॥
মহানন্দে আসি ধনী ইতি উতি চায়।
সূতিকা-আগারে শিশু দেখিতে না পায়॥
বিস্ময় মানিয়া ধনী খুঁজে চারি ধারে।
পায় শেষে ঢেঁকিলেজ-গর্তের ভিতরে॥
সুদীর্ঘ আকার শিশু পরম সুন্দর।
শোভা পায় গায় বর্ণ জিনি শশধর॥
চাটুয্যেমশায়ে ধনী ডাকে উভরায়।
পরম সুন্দর শিশু দেখ না হেথায়॥
ত্বরা করি আসি দ্বিজ করে নিরীক্ষণ।
দিব্য সুলক্ষণ অঙ্গে শিশু সুশোভন॥
পুলকে পূর্ণিত দ্বিজ গদগদ কায়।
নয়ন নিস্পন্দ নাহি নিমিখ্ তাহায়॥
সংগোপনে রাখিবারে কহিলেন কথা।
যেন কেহ নাহি শুনে এসব বারতা॥
জনক-জননী ভাসে আনন্দ-সাগরে।
বাড়য়ে আহ্লাদ যত পুত্রমুখ হেরে॥
সূতিকা-আগারে যেন পূর্ণচন্দ্রোদয়।
যেই দেখে তার মনে এইমত লয়॥
শুনি প্রতিবাসী আসে দেখিবারে ছেলে।
ছেলে দেখে সবে যায় নিজ ছেলে ভুলে॥
একবার মাত্র শিশু হেরিয়া নয়নে।
দিবানিশি দেখে আসি এই হয় মনে॥
প্রতিবাসিনীরা সব আসি একে একে।
অপূর্ব আনন্দ পায় চাঁদমুখ দেখে॥
অপরূপ আনন্দেতে সবে ভাসমান।
কেন এ আহ্লাদ কিছু না বুঝে সন্ধান॥
নানাকথা নানাজনে করে কানাকানি।
এমন সুন্দর ছেলে না দেখি না শুনি॥
কেমন এ ছেলে দেখে জীবন জুড়ায়।
শুধু অঙ্গ তবু যেন মণি-রত্ন গায়॥
দেখেছি তো কত ছেলে এ ছেলে কেমন।
দিবানিশি ব'সে দেখি এই হয় মন॥
নিকটস্থ গ্রামে গ্রামে পড়ে গেল সাড়া।
হয়েছে বাছনি মুখ চন্দ্রিমার পারা॥
দলে দলে মেয়ে ছেলে আসে দেখিবারে।
অপূর্ব আনন্দ পায় চাঁদমুখ হেরে॥


1. পূর্ব সংস্করণে (১ম সংস্করণ) ১২৪১ সন ১০ই ফাল্গুন লেখা হইয়াছিল; অভ্রান্ত 'লীলাপ্রসঙ্গে'র মতে উহার পরিবর্তন করা হইল। - লেখক।
ঐ গ্রন্থমতে জন্ম রাত্রি অর্ধদণ্ড অবশিষ্ট থাকিতে। - প্রঃ

Prev | Up | Next


Go to top