প্রথম খণ্ড - অতিথির বেশধারণ ও ঐশ্বর্য-প্রদর্শন
২
আরদিন আই তাঁর হাতে টুঁকি দিয়া।
খাইতে দিলেন মুড়ি গুড় মাখাইয়া॥
পাড়াগাঁয়ে বালকের যে প্রকারে রীতি।
খেলিতে খেলিতে খাওয়া বড়ই পিরীতি॥
খান মুড়ি গদাধর টুঁকি লয়ে হাতে।
কি বুঝি হইল ভাব খাইতে খাইতে॥
বামহাতে ধরা টুঁকি বালক গদাই।
স্পন্দহীন হৈল কায় নড়াচড়া নাই॥
অনিমেষ দুটি আঁখি মুখে নাই বাণী।
হেনকালে দেখে এসে আইঠাকুরানী॥
উচ্চৈঃস্বরে কাঁদেন গদাই করি কোলে।
ব্রহ্মদৈত্য পায় তাই দুর্গা দুর্গা বলে॥
আই না পারেন কিছু বুঝিতে ব্যাপার।
রমণীসুলভমাত্র শুধু চীৎকার॥
প্রকৃতিস্থ গদাই হইলা কিছু পরে।
দেখে শুনে কেহ [কিছু] বুঝিতে না পারে॥
কখনও কখনও যেতে মাঠের আইলে।
অবশ হইয়া অঙ্গ পড়িতেন ঢলে॥
আর কত মত হ'ত নাহি যায় বলা।
অগাধ জলধি শিশু-শ্রীপ্রভুর খেলা॥