Prev | Up | Next

প্রথম খণ্ড - গোচারণ

পাইয়াছি লোকমুখে যেন পরিচয়।
জন্মাবধি হ'তো মহাভাবের উদয়॥
কোনখানে ঈশ্বরীয় চর্চা হ'লে পর।
নিশ্চয় তথায় উপনীত গদাধর॥
ভাগবত-কথা যাত্রা কীর্তনাদি যত।
শুনিবারে গদাধর বড়ই 'বাসিত॥
লইয়া সমান-বয়ঃ বালকের গণে।
গমন না যায় ফাঁক যা হয় সেখানে॥
একবার মাত্র কিছু করিলে শ্রবণ।
জনমের মত তাহা থাকিত স্মরণ॥
সেই হেতু গোটা গোটা, পালা পালা গান।
আগাগোড়া জানিতেন প্রভু ভগবান॥
যতেক রাখালবৃন্দ গোচারণে জুটে।
অপরূপ হয় যাত্রা দূরান্তর মাঠে॥
একদিন সঙ্গিসহ মাঠে গোচারণে।
হঠাৎ মাথুর কথা পড়ে গেল মনে॥
বলেন রাখালগণে এস এস ভাই।
মাথুর বিরহ-গান সবে মিলে গাই॥
সমস্বরে দিল সায় যত সাঙ্গগণ।
বৃক্ষমূলে যাত্রারম্ভ হইল তখন॥
অতি পুলকিত অঙ্গ গদাই আনন্দে।
কাহারে করেন সখী কৈলা কারে বৃন্দে॥
আপনে হইলা নিজ রাই কমলিনী।
বিদগ্ধ বিরহ-গান ধরিল তখনি॥
গাইতে গাইতে গীত বিহ্বল হইলা।
পরাণ-বঁধুয়া বলি কাঁদিতে লাগিলা॥
কোথা কৃষ্ণ, কই কৃষ্ণ, কৃষ্ণে দাও এনে।
হায় কৃষ্ণ, হায় কৃষ্ণ, রব ঘনে ঘনে॥
ভিজিল বসন গোটা নয়নের জলে।
বাহ্য জ্ঞান-বিহীন পতিত ধরাতলে॥
ব্যাকুলপরাণ হৈল যত সঙ্গিগণ।
কি হ'ল কি হ'ল বলি করয়ে রোদন॥
কেহবা আনিয়া জল দেয় চোখে-মুখে।
কেঁদে কেঁদে কেহ বা গদাই বলি ডাকে॥
ভূতে যেন ধরে তাই মনে বিচারিয়া।
রামনাম হরিনাম ডাকে উচ্চারিয়া॥
তার মধ্যে একজন কয় উচ্চরোলে।
হরেকৃষ্ণ হরেকৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ ব'লে॥
প্রাণ-সঞ্চারিণী মন্ত্র কৃষ্ণনাম শুনি।
কোথা কৃষ্ণ কৃষ্ণ বলি চাহিলা অমনি॥
ঐ দাঁড়াইয়া কৃষ্ণ কৃষ্ণ প্রাণনাথ।
আবেশে ধরিতে যান প্রসারিয়া হাত॥
কৃষ্ণ-নামে গদা'য়ের চৈতন্য দেখিয়া।
সবে কৃষ্ণ কৃষ্ণ বলে চৌদিকে বেড়িয়া॥
সুস্থিরপরাণ দেখি শিশু গদাধরে।
ফিরাইল ধেনুপাল ফিরিবারে ঘরে॥

Prev | Up | Next


Go to top