প্রথম খণ্ড - পাঠশালে অধ্যয়ন
২
গুরুমহাশয় শুনিলেন কানে কানে।
গদাই করেন যাত্রা ল'য়ে ছাত্রগণে॥
পুত্রনির্বিশেষ তাঁর ছাত্র গদাধর।
সোহাগ-পূর্ণিত কথা কতই আদর॥
একদিন পাঠশালে শিক্ষাগুরু বলে।
শুনাও কেমন যাত্রা কর সবে মিলে॥
এমন নিপুণ তুমি পূর্বে জানি নাই।
এত শুনি যাত্রারম্ভ করেন গদাই॥
আপনি করেন গান মুখে বাদ্য বাজে।
দুই হাতে দেন তাল পদদ্বয় নাচে॥
গীত-বাদ্য-নৃত্য তাঁর অতি পরিপাটি।
মাঝে মাঝে সং দেওয়া কিছু নাহি ত্রুটি॥
হেসে হেসে মরে গুরু সহ ছাত্রগণ।
কতই আনন্দ তাঁর নাহি নিরূপণ॥
শুনি হাসি-রোল যারা থাকিত নিকটে।
তেয়াগিয়া কার্যকর্ম পাঠশালে জুটে॥
পাঠশালা হৈল ঠিক রঙ্গশালা-মত।
নিত্য প্রায় গদা'য়ের যাত্রা তথা হ'ত॥
গুরু-ছাত্রগণ-মধ্যে অন্য কথা নাই।
কতক্ষণে আসিবেন লিখিতে গদাই॥
সকলেই উদ্গ্রীব গদা'য়ের তরে।
হেন গুরু-ছাত্র বন্দে অধম পামরে॥
গদাই-মূরতি চিন্তা করে যেই জন।
ধরি শিরে তা সবার যুগলচরণ॥
কঠোর তপস্যা করি যে ধন না মিলে।
কামারপুকুরবাসী তাই ল'য়ে খেলে॥
গোপপাড়া আগাগোড়া কামারপুকুরে।
তা সবারে নরবুদ্ধি হীনবুদ্ধি করে॥
কি বুঝ কি বুঝ মন অন্য কথা নয়।
শিশুরূপী ভগবান সঙ্গে রঙ্গ হয়॥
ভাবিয়া দেখিতে গেলে হৃদয়মাঝারে।
শরীর নিশ্চল কথা মুখে নাহি সরে॥
কি হেতু শরীর স্থির বুঝে দেখ মন।
কেনই বা নাহি হয় বাক্য-নিঃসরণ॥
কথার এ কথা নয় ভাব আঁখি মুদে।
কহিতে নারিনু দুঃখ রয়ে গেল হৃদে॥
অদ্ভুত তাজ্জব অতি বিস্ময় ব্যাপার।
জয় শিশুরূপী প্রভু ভবকর্ণধার॥
জয় জয় চন্দ্রমণি জননী প্রভুর।
জয় পিতা ক্ষুদিরাম চাটুয্যে ঠাকুর॥
শ্রীরামকুমার জয় জ্যেষ্ঠ সহোদর।
জয় জয় মেজভাই নাম রামেশ্বর॥
জয় ধনী কামারিনী পূজিত চরণ।
জয় গদা'য়ের শিশু-সহচরগণ॥
জয় জয় যত প্রতিবাসী শ্রীপ্রভুর।
জয় গরীয়সী ভূমি-কামারপুকুর॥
জয় জয় গ্রামবাসী যত নরনারী।
জয় জয় বালক-বালিকা-আদি করি॥
জয় জয় পশু-পাখী গুল্ম লতাগণ।
জয় পুণ্যভূমি রজ কলুষনাশন॥