Prev | Up | Next

দ্বিতীয় খণ্ড - কলিকাতায় শ্রীশ্রীপ্রভুর আগমন

শ্রীরামকুমার তাঁর জ্যেষ্ঠ সহোদর।
ভক্তিমান শাস্ত্রাধ্যায়ী পণ্ডিতপ্রবর॥
সুশিক্ষিত টোলে তিনি এই শুনি কথা।
টোল করিবারে আসিলেন কলিকাতা॥
ঝামাপুকুরেতে টোল করিলা স্থাপন।
সন্নিকটে দিগম্বর মিত্রের ভবন॥
জুটিলেন প্রভুদেব কিছু দিন পরে।
একত্রে কাটেন কাল দুই সহোদরে॥
সর্বদা অগ্রজ করে অনুজে যতন।
শিখিবারে কিছু কিছু শাস্ত্র-ব্যাকরণ॥
অধ্যয়নে অন্যমন বলেন উত্তরে।
প্রভুদেব গদাধর জ্যেষ্ঠ সহোদরে॥
সে বিদ্যায় বল দাদা কিবা উপকার।
চাল কলা দুটামাত্র শেষ ফল যার॥
হৃদয়ে অবিদ্যা আনে যে বিদ্যা-অর্জনে।
শিখিতে এমন বিদ্যা কহ কি কারণে॥
হইলে শিক্ষার কথা নাহি দেন কান।
হেথা-সেথা যথা ইচ্ছা বেড়িয়া বেড়ান॥
পল্লীমধ্যে পরিচিত শ্রীরামকুমার।
কেবল পাণ্ডিত্যে নহে বহু গুণ তাঁর॥
সিদ্ধবাক্ স্বল্পে তুষ্ট অতি মিষ্টভাষী।
সাধুর প্রকৃতিযুক্ত ঈশ্বরবিশ্বাসী॥
দেবদ্বিজে ভক্তিশ্রদ্ধা নিষ্ঠাপরায়ণ।
যাহে হৈলা অনেকের ভক্তির ভাজন॥
উপযুক্ত দেখি পাত্র পরম আহ্লাদে।
নিয়োজিত করে তাঁয় পুরোহিত-পদে॥
ক্রমে ক্রমে দেখাদেখি হইল সত্বর।
সম্ভ্রান্ত অনেকগুলি যজমান-ঘর॥
প্রতি ঘরে ঠাকুরের সেবা দুইবেলা।
তদুপরি সাময়িক পূজা-ব্রতমালা॥
সারিয়া টোলের কাজ এ সব করিতে।
বিশ্রামের কাল নাহি হয় কোনমতে॥
অবিরাম শ্রমে হয় কষ্ট অতিশয়।
সংসারে অভাব বহু না করিলে নয়॥

Prev | Up | Next


Go to top