Prev | Up | Next

দ্বিতীয় খণ্ড - পুরী-প্রতিষ্ঠা

অন্নভোগ হেতু ব্রতী হবে যে ব্রাহ্মণ।
করিতে বলিল রানী তার অন্বেষণ॥
যত লবে মাহিয়ানা তত দিব তাঁয়।
তদুপরি মনোমত পাইবে বিদায়॥
রানীর বিদায় বড় ছোটখাট নয়।
ক্ষুদ্র যেটি তবু পাঁচশত টাকা ব্যয়॥
দেশীয় ব্রাহ্মণ কেহ স্বীকার না করে।
কহে কেবা দিবে অন্ন কৈবর্ত-ঠাকুরে॥
শাস্ত্রে বিধি আছে তবু নাহি করে মত।
শাস্ত্র-চেয়ে দেশাচার এত বলবৎ॥
চাল-কলা-লোভী যত কলির ব্রাহ্মণ।
সকল করিতে পারে কড়ির কারণ॥
শুক্র-মেদে জন্মে কন্যা বালিকা কুমারী।
কসায়ের মত দেয় ল'য়ে টাকা-কড়ি॥
ব্রাহ্মণবর্ণের গুরু আছিল আখ্যান।
কন্যার বিক্রয়ে এবে পাঁঠিবেচা নাম॥
ছিটাফোঁটা কাটা গায় গোসাঁই ব্রাহ্মণে।
প্রণবসহিত মন্ত্র দেন বেশ্যাগণে॥
এমন ব্রাহ্মণ যাঁর অর্থগত প্রাণ।
তাঁহারাও নাহি দেন এ-কথায় কান॥
বিষম প্রভুর খেলা ভেঙে দিব পরে।
কোথায় নির্ঝর কোথা জল দেখ ঝরে॥

Prev | Up | Next


Go to top