দ্বিতীয় খণ্ড - পুরী-প্রতিষ্ঠা
৪
বিষম মরমখেদে রাসমণি বলে।
হে মা শ্যামা দিলে জন্ম হেন নীচ কুলে॥
আমার সম্পর্ক আছে এই সে কারণ।
অন্ন-ভোগ দিতে নাহি মিলিল ব্রাহ্মণ॥
ভক্তিমতী রাসমণি বুঝিয়া উপায়।
রামকুমারের কাছে বলিয়া পাঠায়॥
আপুনি দিলেন বিধি তবু কি কারণ।
পূজক-পাচক-কার্যে না মিলে ব্রাহ্মণ॥
শাস্ত্র-বিধিমতে যদি আছে হেন রীতি।
দয়া করি আপনারে হতে হবে ব্রতী॥
শ্যামাপদে রত মন শ্রীরামকুমার।
শ্যামার হবে না সেবা শুনি সমাচার॥
স্বীকার করিলা কর্ম লইবেন হাতে।
লৌকিক আচারে দোষ শুদ্ধ শাস্ত্রমতে॥
এত বলি কি করিলা শুন অতঃপর।
বলেছি গ্রামের নাম কোথায় শিয়ড়॥
যেখানে হৃদুর বাড়ি প্রভুর ভাগিনে।
কামারপুকুর হতে কিঞ্চিৎ পশ্চিমে॥
সেখানের ব্রাহ্মণ শহরে ছিল যত।
সবাকারে পুরীতে করিলা নিয়োজিত॥
সৎকুল-সমুদ্ভব সেবাত ব্রাহ্মণ।
সেখানে রানীর ছিল বড় অনাটন॥
প্রয়োজনমত পেয়ে অতি আহ্লাদিত।
ঠাকুর-প্রতিষ্ঠা-দিন কৈল নিরূপিত॥