Prev | Up | Next

দ্বিতীয় খণ্ড - পুরী-প্রতিষ্ঠা

কিন্তু সেই দিনে প্রভু ভব-কর্ণধার।
পুরীর সম্পর্ক ভোজ্য না কৈল স্বীকার॥
এক পয়সার মাত্র মুড়কি আনাইয়া।
কাটাইলা গোটা দিন তাহাই খাইয়া॥
পলায়ে আসেন প্রায় বেলা-অবসানে।
রামকুমারের টোল আছিল যেখানে॥
উদ্বিগ্ন অগ্রজ কোথা গেল গদাধর।
কার মুখে কোন কিছু না পান খবর॥
খুঁজিতে সময় নাই যায় ছয় দিন।
শ্যামার সেবায় রত সেবা-পরাধীন॥
উদ্বিগ্ন অগ্রজ বুঝি আপনা অন্তরে।
আপুনি আইলা প্রভু ছয় দিন পরে॥
সিদা লয়ে এ সময় শ্রীরামকুমার।
পাক করি খান অন্ন হাতে আপনার॥
জ্যেষ্ঠ সহোদরে প্রভু গদাধর কন।
যখন দিতেন তাঁয় করিতে ভোজন॥
ক্ষুণ্ণমন মলিন বদন ভারি করি।
কৈবর্তের অন্ন দাদা খাইতে না পারি॥
উত্তরে বুঝায়ে দিলা শ্রীরামকুমার।
ছড়াইয়া গঙ্গাজল করহ আহার॥
গঙ্গাজলে সব শুদ্ধ কিছু নাহি দোষ।
এই বলি করিতেন প্রভুরে সন্তোষ॥
পুনশ্চ বলিলা প্রভু তুমি কি কারণ।
শূদ্র-দত্ত দান-দ্রব্য করহ গ্রহণ॥
উত্তর-বচনে জ্যেষ্ঠ কন ধীরি ধীরি।
শাস্ত্র যাহা বলে আমি তাই মাত্র করি॥
লৌকিক আচারে দোষ নহে শাস্ত্রমতে।
বাহির করিলা শাস্ত্র তাঁরে দেখাইতে॥
শাস্ত্র দেখি বড় খুশী প্রভু গদাধর।
তখন হইল তাঁর সুস্থির অন্তর॥
দেখহ প্রভুর খেলা অপূর্ব কেমন।
উপরে বাহ্যিক চক্ষে কত সংগোপন॥
জগৎ-জীবন বায়ু নয়নে না মিলে।
জলে স্থলে স্বভাবেতে সমভাবে খেলে॥
কৌশলে গাঁথেন প্রভু হেন লীলাহার।
মানুষে কে বুঝে সুতা মধ্যে আছে তার॥
পরম আচারী বংশে প্রভুর জনম।
শূদ্রের প্রদত্ত নহে কখন গ্রহণ॥
চাটুয্যে শ্রীক্ষুদিরাম এত আঁটা কুলে।
দুঃখী তবু সম্মুখেতে সাধ্য কার চলে॥
সকলের পিতামাতা প্রভু ভগবান।
ভক্তবাঞ্ছাকল্পতরু করুণানিদান॥
সকল সমান তাঁর যেই জন ডাকে।
জাতির খাতির তাঁর কাছে কোথা থাকে॥
ভাঙিতে লাগিলা প্রভু কুলের বাঁধনী।
আগে দেখাইলা পথ ধনী কামারিনী॥
তাঁর ছেলে জ্যেষ্ঠ ভাই শ্রীরামকুমার।
শূদ্রের ঠাকুরসেবা করিলা স্বীকার॥
ভক্ত-প্রিয় ভক্ত-প্রাণ তুমি হরি ঠিক।
ভকতে সতত দেখ প্রাণের অধিক॥
পূরাতে ভক্তের সাধ সব ফেল দূরে।
আনাইলা কেমন কৌশলে সহোদরে॥
গুপ্তভাবে কৈলা মুক্ত আপনার পথ।
সফল করিতে রানী-ভক্ত-মনোরথ॥

Prev | Up | Next


Go to top