দ্বিতীয় খণ্ড - পুরী-প্রতিষ্ঠা
৭
ধন্য ধন্য ভক্তিমতী রানী রাসমণি।
ভক্তিজোরে পেলে ঘরে অখিলের স্বামী॥
আজন্ম তপস্যা করি যোগী যার ধ্যানে।
না পায় সে হেন ধন আনিলে ভবনে॥
সম ভাগ্যবতী নাহি দেখি ধরাতলে।
তোমার চরণরেণু বহু ভাগ্যে মিলে॥
তব সম কোথাও শ্রবণে নাহি শুনি।
পাষণ্ডে তোমায় কয় কৈবর্ত-রমণী॥
কি আখ্যা তোমারে দিব কিছুই না পাই।
বারে বারে তোমার চরণরেণু চাই॥
গরদ বসন অর্থ শ্রীরামকুমারে।
দান করিলেন রানী অতি উচ্চদরে॥
আর বড় ভট্টাচার্য আখ্যা দিয়া তাঁয়।
সমাদরে রাখে রানী শ্যামার সেবায়॥