Prev | Up | Next

দ্বিতীয় খণ্ড - বিবাহ

একত্রে আত্মীয়বর্গে যুক্তি স্থির করে।
পারিলে বিবাহ দিতে হিত হ'তে পারে॥
বিবাহে বায়ুর কোপ নষ্ট হয় প্রায়।
সংসারে পড়িবে মন মোহমমতায়॥
পূর্বাপর আগাগোড়া ভাবিয়ে চিন্তিয়ে।
বুঝে কিছু উপশম আগেকার চেয়ে॥
ত্বরিত বিহিত বিয়া পরম মঙ্গল।
যদি পরে হয় রোগ পুনশ্চ প্রবল॥
তাই ভাই রামেশ্বর সাধিতে কল্যাণ।
এখানে সেখানে করে পাত্রীর সন্ধান॥
আত্মীয়-স্বজন লক্ষ্মী মুখুয্যে আখ্যান।
হৃদয়ের ভাই তাঁর শিয়ড়েতে ধাম॥
ঘটকালিকার্য তাঁর হাতে দিয়া ভার।
ভাই রামেশ্বর দেখে অপর যোগাড়॥
হৃদয় লক্ষ্মীর সঙ্গে বড় ভালবাসা।
প্রভুর সতত তাই শিয়ড়েতে আসা॥
প্রভুর বড়ই প্রীতি আছিল শিয়ড়ে।
তাই সন্নিকটে পাত্রী অন্বেষণ করে॥
অর্ধ ক্রোশ দূর মাত্র পূরব অঞ্চলে।
ক্ষুদ্র গ্রাম নাম জয়রামবাটী বলে॥
জয়রাম মুখুয্যে নামক তথাকার।
কালী নামে কন্যা এক আছিল তাঁহার॥
প্রথমে সম্বন্ধ হয় সে কন্যার সনে।
ভেঙে দিল জয়রাম পাত্র ক্ষেপা শুনে॥
তাঁর খুল্লতাত-ভাই মহাভাগ্যবান।
মুখুয্যে শ্রীরামচন্দ্র ব্রাহ্মণের নাম॥
দশকর্মান্বিত দ্বিজ আছে যজমান।
সংকীর্ণ অবস্থা চলে কষ্টে গুজরান॥
বাস-উপযুক্ত মাত্র ছোট মেটে ঘর।
আপনি ব্রাহ্মণ আর তিন সহোদর॥
একটি নন্দিনী তাঁর চারিটি নন্দন।
সর্বসুলক্ষণা কন্যা জনমে প্রথম॥
এবে কি হইল শুন ঘটকেরে লৈয়া।
ব্রাহ্মণ সম্মত দিব দুহিতার বিয়া॥

Prev | Up | Next


Go to top