Prev | Up | Next

দ্বিতীয় খণ্ড - অনুরাগে কালীদর্শন

আরে মন কথা কিবা কব শ্রীপ্রভুর।
সাধের স্বদেশ তাঁর কামারপুকুর॥
তালবনা তামলিপুকুর তার জল।
জিনিয়াছে কাকচক্ষু এত নিরমল॥
লম্বমান আলযুক্ত বটবৃক্ষ ঘাটে।
সম্মুখে ভূতির খাল গোচারণ-মাঠে॥
ঝোপ কত সুবেষ্টিত নিকটে শ্মশান।
মধ্যস্থিত ক্ষুদ্র বট অতি শোভমান॥
তুলসী-কানন ঘেরা আছে চারিধারে।
বাঁড়ুয্যে-বাগান তার কিঞ্চিৎ অন্তরে॥
ঋষির আশ্রম-সম জনম-জমীন।
সুপ্রশস্ত লাহাবাটী পূরব-দক্ষিণ॥
মেয়ে-ছেলে মহাপ্রিয় বাল্যসহচর।
ভিক্ষামাতা কামারিনী বেনেদের ঘর॥
মহাভক্ত আর যত নানাবিধ জাতি।
ব্রাহ্মণ তামলি বেণে কর্মকার তাঁতি॥
নাপিত ছুতার কিংবা প্রতিবাসী ডোম।
সমভাবে সবে প্রিয় কেহ নহে কম॥
ঘরে মাতা মহাপূজ্যা সবার উপর।
ভক্তির আস্পদ দুই ধার্মিক সোদর॥
হৃদয়ের ঘর প্রিয়তর অতিশয়।
সাধের বিবাহ কাছে শ্বশুর-আলয়॥
শ্বশুরের ঘরে যেতে সাধ ছিল অতি।
কোঁচাইয়া রাখিতেন ধোপ-দেওয়া ধুতি॥
অদ্যাবধি কত সাধ ছিল মনে মনে।
কাটিবে জীবন গোটা সংসার-আশ্রমে॥
শ্যামা-সেবা আচরণে কিন্তু অবশেষে।
উঠিল বিষম ঝড় হৃদয়-আকাশে॥
আঁধারিয়া দশদিশি এতই প্রবল।
উড়াইল একেবারে বাসনাসকল॥

Prev | Up | Next


Go to top