Prev | Up | Next

দ্বিতীয় খণ্ড - অনুরাগে কালীদর্শন

১০

অতঃপর কাঞ্চনের করেন বিচার।
ধাতু-নামে জ্ঞাত লোকে মাটির বিকার॥
এক হাতে মাটি আর টাকা অন্য হাতে।
গঙ্গাকূলে বসিলেন বিচার করিতে॥
টাকা মাটি মাটি টাকা সমান তুলনে।
কি হয় ইহাতে একা ডালভাত বিনে॥
নাহিক এমন মূল্য ইহার ভিতরে।
যাহাতে আনন্দময়ী শ্যামা দিতে পারে॥
এত বলি টাকা মাটি উভয়ে লইয়ে।
দূর গঙ্গাজলে প্রভু দিলেন ফেলিয়ে॥
পুরী-মধ্যে রহে যারা শুনিয়া বারতা।
সঠিক বুঝিল সবে ঘোর উন্মত্ততা॥
বিশেষতঃ শ্রীপ্রভুর দাদা হলধারী।
শাস্ত্রপাঠী বিবেচক সাধক আচারী॥
হৃদয়ে কহেন কথা বিষণ্ণ-বদনে।
সদাই তো থাক তুমি গদাইর সনে॥
বুঝাইয়া দিতে তারে করহ বিহিত।
জলে ফেলে দেওয়া টাকা লক্ষ্মীছাড়া রীত॥
বিবাহিত নহে আর একাকী এখন।
ছেলেপুলে পিছে আছে লালন-পালন॥
দাদার সঙ্গেতে রঙ্গ হয় বহুতর।
পশ্চাৎ পাইবে মন যতেক খবর॥

Prev | Up | Next


Go to top