দ্বিতীয় খণ্ড - তান্ত্রিক-সাধনা
৮
এইখানে এক কথা শুন বলি মন।
উপনিষদাদি বেদ ষড়-দর্শন॥
গীতা গাথা তন্ত্রমালা আঠার পুরাণ।
জগতে যাবৎ শাস্ত্র উপায় বিধান॥
প্রভুর আসন কেহ পরশিতে নারে।
এতদূর দূরান্তর মায়ার উপরে॥
জানি আমি শুনে লোকে কবে কথা নানা।
যেমন লেখক তার মত মাথাখানা॥
বুদ্ধি সাধ্য পারগতা গিয়ান ভাষায়।
পরাধীন দাস্যবৃত্তি পেটের জ্বালায়॥
মশামারা দশাখানি চাপড়ে না টেকে।
ভূত-প্রেত পায় লজ্জা মূর্তিখানা দেখে॥
চঞ্চল মনের বৃত্তি কপি পরাজিত।
কপি কবি কাব্য তার তেমতি রঞ্জিত॥
কেবল রঞ্জিত নয় রঞ্জিতাতিশয়।
পূজক ব্রাহ্মণে ব্রহ্ম সনাতন কয়॥
জানিয়াও ক্ষান্ত থাকি সাধ্যে না কুলায়।
পাছু থাকি কেহ যেন প্রবৃত্তি জন্মায়॥
প্রত্যক্ষেতে দেখা যাহা যাহা কিছু শুনা।
যা বলে বলুক লোকে করিব বর্ণনা॥