দ্বিতীয় খণ্ড - রামাৎ-সাধনা
৩
প্রভুর সাধনা হয় যে ভাবে যে কালে।
সেই সে ভাবের সাধু জুটে দলে দলে॥
রানীর অতিথিশালা সাধুরাজ্যে জানা।
কত যে আসেন সাধু না হয় গণনা॥
এবে রামাতের পালা বৈষ্ণব সাধক।
রামমন্ত্রে উপদিষ্ট রাম-উপাসক॥
তে সবার মধ্যে এক অনুরাগী জন।
জটাধারী নাম ভক্ত রামপদে মন॥
ভক্তিনিষ্ঠা ত্যাগে তেঁহ সাধকপ্রবর।
প্রভুর পড়িল লক্ষ্য তাঁহার উপর॥
বাল-রামচন্দ্র-মন্ত্রে আছিল দীক্ষিত।
সেব্যর প্রতিমা সঙ্গে পিতলে গঠিত॥
সাধুর সোহাগে রাখা রামলালা নাম।
সেই সে সাধুর ছিল ধন মন প্রাণ॥
ভিক্ষালব্ধ যাহা কিছু যোগাড়ে পাইত।
রেঁধে বেড়ে ঠাকুরের ভোগ লাগাইত॥
লোকে যেন দেয় ভোগ এ ভোগ সে নয়।
এ ভোগ সে ভোগ যাহে সেব্য-সেবা হয়॥
একনিষ্ঠা-একমন-একান্তানুরাগে।
থাকিত ভক্তির ক্ষীর মাখামাখি ভোগে॥
তার সঙ্গে সুমধুর বাৎসল্যের রস।
যাহে ছিল ননীচোরা যশোদার বশ॥
সাধুর নিকটে সেই ভাবে রামলালা।
খায় দায় কাছে থাকে করে নানা খেলা॥
এ দাও ও দাও বলি আবদার জোর।
দেখিয়া আনন্দে সাধু থাকিত বিভোর॥
ভাবরাজ্যেশ্বর প্রভু তাঁহার গোচর।
রহিল না বাকি কিছু জানিতে খবর॥
দিন-রাত্রি এইখানে থাকেন ঠাকুর।
রঙ্গ-রহস্যাদি যত দেখেন সাধুর॥
বালরামও প্রভুদেবে দেখে নিরখিয়ে।
পদ্মপলাশের মত আঁখি দুটি দিয়ে॥
সাধুর উপরে প্রভু অতি যত্নবান।
সেবাযোগ্য ভাণ্ডারাদি দুবেলা যোগান॥
সুঠাম সে বালরাম দূর্বাদলবর্ণ।
কনককুণ্ডলে সুশোভিত দুটি কর্ণ॥
গলায় মতির হার অঙ্গ সুশোভন।
মধুময় বালচেষ্টা মনবিরঞ্জন॥
অপার ভাবের ভাবী প্রভু ভাবময়।
ব্যাপারে বাৎসল্যভাবে ভরিল হৃদয়॥
বালরাম-মন্ত্রদীক্ষা লইবার তরে।
একদিন প্রভুদেব কহেন সাধুরে॥
শুনি সাধু জটাধারী ভারি আনন্দিত।
বালরাম-মন্ত্রে কৈল প্রভুকে দীক্ষিত॥
প্রভুর পড়িল প্রীতি সাধুর ঠাকুরে।
পরস্পর ঘনিষ্ঠতা দিনে দিনে বাড়ে॥
পাকিয়া পিরীত উঠে গেল এত দূর।
প্রভুর ছাওয়াল হৈল সাধুর ঠাকুর॥
সদা কাছে আগে পিছে কভু কোলে কাঁখে।
সাধুর নিকটে নাহি পূর্ববৎ থাকে॥
খাবারও সময় সাধু ডাকিয়া না পায়।
প্রভুর মন্দির থেকে ধরে নিয়ে যায়॥
না মানে নিষেধবাক্য শত তিরস্কারে।
বরঞ্চ শুনিয়া কত মুখভঙ্গি করে॥
বলে আর তোমার নিকট নাহি রব।
খেলাধূলা-খাওয়া-মাখা এখানে করিব॥
ঠাকুরের প্রতি ছিল সাধুর যে প্রেম।
যথার্থ খাদশূন্য যেন নিকষিত হেম॥
খাঁটি ভালবাসা প্রেম নহে স্বার্থসুখ।
প্রেমাস্পদে তাই দেয় যাহে তার সুখ॥
প্রভুদেবে রামলালা করি সমর্পণ।
বলে রহ রামলালা যাঁহা তোর মন॥
বিরাগজনিত প্রেম ফুলের সৌরভ।
ব্রজগোপিকার জ্ঞাপ্য অতীব দুর্লভ॥