Prev | Up | Next

দ্বিতীয় খণ্ড - হলধারীর সঙ্গে রঙ্গ ও মথুরকে শিবকালী-রূপ-প্রদর্শন

মথুর-সসঙ্গ প্রভু তার পরদিনে।
বিহার করেন রঙ্গে সে সেই বাগানে॥
এখানে ওখানে ঘুরি উপনীত পিছে।
রক্তিম-জবার গাছ যেইখানে আছে॥
দেখিলেন সে গাছের কোন এক বঁটে।
লাল সাদা জবা দুটি রহিয়াছে ফুটে॥
বাহ্যিক বিস্ময়সহ শ্রীমথুরে কন।
এক বঁটে লাল সাদা উভয় রকম॥
ফুটেছে কেমন ফুল দেখ না গো চেয়ে।
দাঁড়িয়ে মথুর দেখে অবাক হইয়ে॥
নীরব মথুর মনে বাক্য নাহি আর।
মনে মনে বুঝিলেন এ কার্য বাবার॥
সে অবধি আর নাহি প্রতিবাদে কয়।
যা বলেন বাবা করে তাহাতে প্রত্যয়॥

Prev | Up | Next


Go to top