Prev | Up | Next

দ্বিতীয় খণ্ড - যোগ-সাধন

দক্ষিণশহরে এবে আই ঠাকুরানী।
গদাধর-গতপ্রাণ গদাই-পরানী॥
প্রভুরও তেমতি ভক্তি মায়ের উপর।
কোথাও না দেখি শুনি হেন পূর্বাপর॥
মায়ের চরণধূলি মাখিতেন গায়।
ঈশ্বরীর জ্ঞানে ভক্তি মাগিতেন মায়॥
সকল কর্মের আগে উঠি প্রাতঃকালে।
প্রণাম করেন মায়ে ভক্তি দাও বলে॥
জননীরে দিলে কোন মনের বেদনা।
বলিতেন শ্যামা তার না শুনে প্রার্থনা॥
ঈশ্বরের পদে ভক্তি কখনও না মিলে।
যদি ভাগ্যদোষে মাতা আঁখিজল ফেলে॥
মাতা তুষ্টে সব তুষ্ট তুষ্ট জগজন।
যত দেবদেবী তুষ্ট তুষ্ট নারায়ণ॥
পরম দুর্লভ ভক্তি মিলে অনায়াসে।
আজন্ম যদ্যপি কেহ জননীরে তোষে॥
মায়ের সন্তোষ আর মাতৃপদে মন।
সাধনার মধ্যে তাঁর এ এক সাধন॥
আর বলিতেন প্রভু জগৎগোসাঁই।
বাপ-মায়ে হরগৌরী-সমজ্ঞান চাই॥

Prev | Up | Next


Go to top