দ্বিতীয় খণ্ড - যোগ-সাধন
৭
সন্ধ্যাকালে একদিন দিয়া করতালি।
নাচেন শ্রীপ্রভু মুখে হরিবোল বলি॥
সন্ন্যাসীরা এইমত হাতে পিটি পিটি।
খাবার কারণ গড়ে ময়দার রুটি॥
প্রভু-প্রতি কহে তোতা উপহাসছলে।
দেখি হাতে পিটি রুটি কেমন করিলে॥
ইহা শুনি প্রভুদেব বুঝিলা কেমন।
দিনত্রয় না করিলা কথোপকথন॥
গালি দিয়া ক্রুদ্ধ যারে প্রভু ভগবান।
ধরায় তাঁহার মত নাহি ভাগ্যবান॥
রুষ্টে তুষ্টে সমফল মঙ্গল-আকর।
রামকৃষ্ণ-অবতার দয়ার সাগর॥
যোগিবরে সাকার শক্তির স্বরূপত্ব।
বিধিমতে শিক্ষা দিতে কৈলা স্থিরীকৃত॥
শিখাবার সুকৌশল হেন দেখি নাই।
যেন দেখিতেছি প্রভু শ্রীগুরুর ঠাঁই॥
কথায় না বুঝে যেবা শিক্ষা পায় কাজে।
আজন্ম-স্মরণ শিক্ষা হাড়ে হাড়ে ভিজে॥
তোতারে কেমন শিক্ষা দিলা ভগবান।
অতি রগড়ের কথা রহস্য-আখ্যান॥