Prev | Up | Next

কমলাকান্ত ভট্টাচার্য (সাধক)

৪৫

রাগিণী খাম্বাজ বাহার। তাল জলদ্ তেতালা।

ওগো তারা সুন্দরি! তব যশ শুনি কত, ভরসা আমার মনে।
অশেষ পাতকীজনে, তুমি তার নিজগুণে॥
কদাচিত ভ্রম ভয়, যদি তব নাম লয়, তবে তার কি করে শমনে।
দূরে ত্যজি অবচয়, সদা নিত্যানন্দময়, সেই জীব শিবসম, শ্রম
বিনে॥
এ বড় বিষম কাল, প্রবল সে রিপুজাল, ইথে গতি হইবে কেমনে।
দেখি ভব-বিড়ম্বন, কমলাকান্তের মন, হৈয়া ভীত অনুগত শ্রীচরণে॥

Prev | Up | Next


Go to top